ছবিঃ সংগ্রহীত |
মেট্রোরেল টিকেট কিভাবে কাঠবেন
আগামীকাল বুধবার থেকে বহুপ্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করা হবে। সাধারন যাত্রীরা বৃহঃ বার থেকে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরায় মেট্রোরেল উদ্বোধন করবেন। শুরুতে মেট্রোরেল চলবে দিনে চার ঘণ্টা। সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেন মাঝপথে কোথাও থামবে না। শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট (কার্ড) কাটা যাবে। এই পথের ভাড়া ৬০ টাকা।
প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে। স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড।
এই কার্ডটি মেট্রোরেল স্টেশন থেকে কিনতে হবে। ১০ বছত মেয়াদী এই কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে।
- স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে।
- নিবন্ধন করতে নিজের নাম
- মাতা–পিতার নাম
- জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর
- মুঠোফোন নম্বর
- ই-মেইল আইডি লাগবে।
স্টেশনের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কার্ড কেনা যাবে। এ ছাড়া ভেন্ডিং মেশিন থেকে যাত্রীরা নিজেরাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন।
সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা ভাড়া যোগ হবে।
মেট্রোরেল ভাড়ার তালিকা ২০২২
Tag:মেট্রোরেল ভাড়ার তালিকা ২০২২-২৩,টিকেট কাঠবেন যেভাবে
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)