এইচএসসি সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২২
বিষয়ের যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে।
অধ্যায়: ১ সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি
অধ্যায়: ২ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
অধ্যায়: ৩ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা
অধ্যায়: ৪ সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
অধ্যায়: ৬ সমাজকর্মের পদ্ধতি
প্রশ্ন আসবে-১১টি এখান থেকে যেকোনো ১/২টি অধ্যায় বাদ দিলেও সহজেই ৪টি প্রশ্ন কমন পড়বে।
এখানে অধ্যায় আছে-৫টি উত্তর দিতে হবে মাত্র ৪টি তাই যার কাছে যে অধ্যায়গুলো কঠিন লাগে,সেখান থেকে কমপক্ষে ১/২টি অধ্যায় বাদ দিতে পারবে।
'ক' নম্বরের জন্য
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
১ম অধ্যায়: সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি
১। সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: সমাজকর্ম হলো সামাজিক বিজ্ঞান।
২। সমাজকর্ম কীরূপ সেবা দিয়ে থাকে?
উত্তর: সমাজকর্ম প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন এ তিন ধরনের সেবাদান করে থাকে ।
৩। সমাজকর্ম কী?
উত্তর: সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা ।
৪। সমাজকর্মের পরিধি কী?
উত্তর: সমাজকর্মের ব্যবহারিক দিকের প্রয়োগক্ষেত্র বা প্রয়োগ উপযোগিতাই হলো সমাজকর্মের পরিধি।
৫। সমাজকর্ম শিক্ষা কী?
উত্তর: মানবসেবা ও উন্নয়নধর্মী পেশার জন্য প্রয়োজনীয় বহুমুখী তাত্ত্বিক ও পদ্ধতিগত জ্ঞান অর্জনই হলো সমাজকর্ম শিক্ষা ।
৬। সমাজকর্ম অধ্যয়নের মূল লক্ষ্য কী?
উত্তর: সমাজকর্ম অধ্যয়নের মূল লক্ষ্য হচ্ছে-একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন করা ।
৭। ‘Introduction to Social Work' গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: Rex A Skidmore, M G Thackeray and William Farley.
৮। "Introduction to Social Welcare' গ্রন্থটি কার লেখা?
উত্তর: ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারের লেখা।
৯। NASW-এর পূর্ণরূপ কী?
উত্তর: National Association of social Workers.
১০। মানবসেবার বিজ্ঞান কী?
উত্তর: মানবসেবার বিজ্ঞান হলো সমাজকর্ম ।
১২। আধুনিক সমাজকর্ম কিসের ওপর বেশি জোর দেয়?
উত্তর: আধুনিক সমাজকর্ম সংশোধনমূলক কার্যক্রমের ওপর বেশি জোর দেয় ।
১৩। সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত কী?
উত্তর: সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত হলো মৌল মানবিক চাহিদার পূরণ
নিশ্চিত করা ।
১৪। কোন শতকে সমাজকর্মের উদ্ভব হয়?
উত্তর: উনিশ শতকের শেষার্ধে।
২য় অধ্যায়: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট ।
১। বিপ্লব অর্থ কী?
উত্তর: কোনো প্রচলিত ব্যবস্থার আকস্মিক, আমূল ও দ্রুত পরিবর্তন সাধিত হওয়াই বিপ্লব।
২। বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: Revolution.
৩। আধুনিক সমাজকর্মের সূত্রপাত কোন দেশে হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে।
৪। দরিদ্র আইন কী?
উত্তর: দরিদ্রদের মঙ্গল এবং কল্যাণার্থে প্রণীত আইনই দরিদ্র আইন ।
৫। ব্ল্যাক ডেথ কী?
উত্তর: ব্ল্যাক ডেথ হলো প্লেগ রোগের ফলে সৃষ্ট একটি মহামারী, যা ১৩৪৬ থেকে ১৩৫৩ সালের মধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে।
৬। ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৬৬২ সালে ।
৭। এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৬০১ সালে ।
৮। বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?
উত্তর: ১৯৪২ সালে।
৯। cos- কী?
উত্তর: Charity Organization Societies বা দান সংগঠন সমিতি ।
১০। NASW-এর পূর্ণরূপ কী?
উত্তর: National Association of social Workers.
১১। নগরায়ন কী?
উত্তর: নগরায়ণ হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা হতে মানুষ অকৃষিভিত্তিক পেশা বা জীবন পদ্ধতিতে স্থানান্তরিত হয়।
১২। শিল্প বিপ্লবের শুরু হয় কখন?
উত্তর: অষ্টাদশ শতকে।
১৩। ‘Virgin Queen' নামে কাকে ডাকা হতো?
উত্তর: রানী প্রথম এলিজাবেথকে।
১৪। ‘The Stages of Economic Growth (1960)' কার রচনা?
উত্তর: W.W. Rostow এর রচনা।
১৫। বিপ্লব কী?
উত্তর: কোনো প্রচলিত ব্যবস্থার আকস্মিক, আমূল ও দ্রুত পরিবর্তন সাধিত হওয়াই বিপ্লব।
১৬। Industry-শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ল্যাটিন শব্দ Industria থেকে Industry শব্দের উৎপত্তি।
১৭। শিল্প বিপ্লবের নামকরণ করেন কে?
উত্তর: আরনল্ড টয়েনবি শিল্প বিপ্লবের নামকরণ করেন।
১৮। শিল্প বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল কি?
উত্তর: শিল্প বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল হলো শিল্পায়ন ও নগরায়ন।
৩য় অধ্যায়: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা
১। পেশা কী?
উত্তর: পেশা হলো বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপুণ্যের মাধ্যমে অর্থনৈতিক উদ্দেশ্য অর্জন করা।
২। মূল্যবোধ কী
উত্তর: মূল্যবোধ হলো একটি মানদন্ড, যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে।
৩। পেশার মূল দিক কী?
উত্তর: পেশার মূল দিক হলো বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন।
৪। সমাজকর্ম মূল্যবোধ কী?
উত্তর: সমাজকর্ম পেশায় নিয়োজিত সমাজকর্মীরা মানুষের কল্যাণে তাদের জ্ঞান ও দক্ষতার প্রয়োগে যেসব মূল্যবোধ অনুসরণ করে থাকে, তাই সমাজকর্ম মূল্যবোধ।
৫। সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: সামাজিক ভূমিকা পালনের সক্ষমতাই হলো সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় ।
৬। 'The Value Base of Social Work' গ্রন্থ কার লেখা?
উত্তর: Charles S. Levy-এর লেখা ।
৭। NASW কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ সালে।
৮। পেশার মূল উদ্দেশ্য কী?
উত্তর: পেশার মূল উদ্দেশ্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করা।
৯। কত সালে সমাজবিজ্ঞানী Greenwood সমাজকর্মকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে দাবি করেন?
উত্তর: ১৯৫৭ সালে।
১০। সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি কোনটি?
উত্তর: সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি হলো সকল মানুষের অন্তর্নিহিত সত্তা ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন।
১১। সমাজকর্মের দার্শনিক ভিত্তি কী?
উত্তর: জাতি, ধর্ম, বর্ণ, বয়স, স্তর নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা সৃষ্টি করা সমাজকর্মের দার্শনিক ভিত্তি।
১২। কীসের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়?
উত্তর: জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায় ৷
১৩। বৃত্তি কী?
উত্তর: জীবনধারনের জন্য যেকোনো রকমের অর্থনৈতিক কর্মকান্ডই বৃত্তি।
৪র্থ অধ্যায়: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়।
১। প্রাক-শিল্প যুগের সমাজকল্যাণ ধারার নাম কী ?
উত্তর: প্রাক শিল্প যুগের সমাজকল্যাণ ধারার নাম সনাতন সমাজকল্যাণ ।
২। দানশীলতা কী?
উত্তর: সাধারণত শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণে কোনো কিছু দান করার রীতিকেই দানশীলতা বলে ।
৩ । যাকাত কী?
উত্তর: যাকাত হলো কল্যাণমুখী ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি।
৪। যাকাত কোন শব্দ?
উত্তর: যাকাত আরবি শব্দ।
৫। সদকা কোন ধরনের ইবাদত?
উত্তর: সদকা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য নফল ইবাদত।
৬। যাকাত প্রদানের খাত কয়টি? উত্তর: যাকাত প্রদানের খাত ৮টি।
৭। কয় শ্রেণির মানুষকে যাকাত দেয়া যায়?
উত্তর: ছয় শ্রেণির মানুষকে ।
৮। বায়তুল মাল কী?
উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুল মাল বলে।
৯। ওয়াক্ফ কী?
উত্তর: কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তি বা তার অংশ বিশেষ জনহিতকর বা ধর্মীয় কাজে স্থায়ীভাবে স্বত্ব ত্যাগ করাকে ওয়াক্ফ বলে।
১০। প্রকৃতিগত দিক থেকে ওয়াক্ফ কত প্রকার?
উত্তর: দুই প্রকার ।
১১। এতিমখানা কী?
উত্তর: এতিমখানা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন এবং নির্ভরশীল, দুস্থ ও অসহায় শিশুদেরকে লালন-পালন, ভরণ-পোষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়।
১২। ইংরেজি 'Reform' শব্দের অর্থ কী? উত্তর: ইংরেজি ‘Reform' শব্দের অর্থ সংস্কার।
উত্তর: ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হলো রাজা রামমোহন রায়।
১৩। ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
১৪। সতীদাহ উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৮২৯ সালে ।
১৫। 'সংস্কার' শব্দটির অর্থ কী?
উত্তর: 'সংস্কার' শব্দটির অর্থ হলো সংশোধন, পরিবর্তন, সংস্করণ, পরিমার্জন বা পতিত অবস্থা হতে উত্তরণ।
ল
১৬। কোন শতাব্দীতে সতীদাহ প্রথার ভয়াবহতা ব্যাপক আকারে বৃদ্ধি পায়?
উত্তর: অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে সতীদাহ প্রথার ভয়াবহতা ব্যাপক আকারে বৃদ্ধি পায়।
১৭। সমাজ সংস্কার কী?
উত্তর: সমাজ সংস্কার হলো সামাজিক কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন।
১৮। সতীদাহ কী?
উত্তর: হিন্দু সমাজে প্রচলিত স্বামীর মৃত্যুর পর মৃত স্বামীর সাথে একই জ্বলন্ত অগ্নিকান্ডে জীবিত স্ত্রীর সহমরণই সতীদাহ।
১৮। কে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ করেন? কত সালে?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক । ১৮২৯ সালের ৪ ডিসেম্বর।
২০। সতীদাহ প্রথা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায়।
৬ষ্ঠ অধ্যায়: সমাজকর্মের পদ্ধতি।
১। সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি?
উত্তর: তিনটি।
২। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর: পাঁচটি।
৩। সমাজকর্মের অগ্রদূহিতা কাকে বলা হয়?
উত্তর: ম্যারি রিচমন্ডকে ।
৪। ব্যক্তি সমাজকর্মের জনক কে?
উত্তর: ম্যারি রিচমন্ড ।
৫। দল সমাজকর্ম কত সালে সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে ?
উত্তর: ১৯৩০ সালে।
৬। দল সমাজকর্ম প্রক্রিয়ার অপরিহার্য উপাদান কোনটি?
উত্তর: সামাজিক দল ।
৭। দল সমাজকর্মের প্রধান হাতিয়ার কী?
উত্তর: দল সমাজকর্মের প্রধান হাতিয়ার হচ্ছে দল।
৮। দল সমাজকর্মের মূল লক্ষ্য কী?
উত্তর: দল সমাজকর্মের মূল লক্ষ্য হলো সুপরিকল্পিত ও গঠনমূলক দলীয় প্রক্রিয়ার সাহায্যে দলীয় সদস্যদের উন্নয়ন ও সঠিক ভূমিকা পালনে সাহায্য করা।
৯। সমষ্টি উন্নয়ন কী?
উত্তর: সমষ্টি উন্নয়ন হলো সমাজকর্মের নীতি ও কর্মকৌশল যথাযথ প্রয়োগের মাধ্যমে সমষ্টি জীবনের বিভিন্ন সমস্যার সমাধান ও সার্বিক জীবনমান উন্নয়নের পদ্ধতি ।
১০। সমষ্টি উন্নয়নের মূল উদ্দেশ্য কী?
উত্তর: সমষ্টি উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মধ্যে যথার্থ চেতনা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।
১১। সমষ্টি সংগঠন কী?
উত্তর: সমষ্টি সংগঠন হলো সামাজিক উন্নতি ও ভারসাম্য রক্ষার জন্য পরিচালিত জনসমষ্টিকেন্দ্রিক সুশৃঙ্খল সেবাকর্ম প্রক্রিয়া।
১২। সমষ্টি সমাজকর্মের প্রধান ও মূল উপাদান কী?
উত্তর: সমষ্টি সমাজকর্মের প্রধান ও মূল উপাদান হচ্ছে জনসমষ্টি।
১৩। সমষ্টি সংগঠন পদ্ধতি কোন ধরনের সমষ্টিতে প্রয়োগ করা হয়?
উত্তর: সমষ্টি সংগঠন পদ্ধতি বিশ্বের উন্নত দেশগুলোর সমষ্টির কল্যাণে প্রয়োগ করা হয়।
১৪। ‘Administration' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: ল্যাটিন শব্দ 'Adminisrare' থেকে এসেছে।
১৫। প্রশাসন কী?
উত্তর: প্রশাসন একটি গতিশীল প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিমালা নির্ধারণের পাশাপাশি লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন করা হয়।
১৬। গবেষণা কী?
উত্তর: গবেষণা হলো একটি সুশৃঙ্খল প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ঘটনা বা নীতি সম্পর্কে অনুসন্ধান করা হয়।
১৭। সামাজিক কার্যক্রম কী?
উত্তর: সামাজিক কার্যক্রম হলো পরিকল্পিত ও সংগঠিত উপায়ে সমাজে পরিবর্তনের প্রক্রিয়া।
১৮। সমষ্টি সংগঠন পদ্ধতি কোন ধরনের সমষ্টিতে প্রয়োগ করা হয়?
উত্তর: সমষ্টি সংগঠন পদ্ধতি বিশ্বের উন্নত দেশগুলোর সমষ্টির কল্যাণে প্রয়োগ করা হয়।
১৯ । উদ্ভাবনমূলক প্রক্রিয়ার বিশেষ দিক কী?
উত্তর: উদ্ভাবনমূলক প্রক্রিয়ার বিশেষ দিক হলো একটি সমষ্টির জটিল সমস্যা সমাধানে ফলপ্রসূ ভূমিকা রাখে ।
২০। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সমষ্টির মূল ভিত্তি কয়টি?
উত্তর: সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সমষ্টির মূল ভিত্তি তিনটি।
গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
১ম অধ্যায়: সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি
১। সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা কর।
২। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা-ব্যাখ্যা করো।
৩। সমাজকর্ম শিক্ষা বলতে কী বুঝ ?
৪। সমাজকর্ম একটি পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া-ব্যাখ্যা করো।
৫। বহুমুখী সমস্যার সমাধান বলতে কী বোঝায় ?
৬। সমাজকর্মের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
৭। সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?
৮। সমাজকর্মে স্ববলম্বন বলতে কী বোঝায়?
২য় অধ্যায়: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট ।
১। দরিদ্র আইন বলতে কী বোঝায় ?
২। সক্ষম দরিদ্র বলতে কী বোঝায়?
৩ । কোন আইনে অক্ষম দরিদ্রদেরকে চিহ্নিত করা হয়েছে?
৪। পঞ্চদৈত্য বলতে কী বোঝায় ?
৫। শিল্প বিপ্লবের ফলে মৃত্যুহার হ্রাস পেয়েছে-ব্যাখ্যা করো।
৬। পেশাগত দুর্ঘটনা বলতে কী বোঝায়?
৭। নগরায়ন বলতে কী বোঝায় ?
৮। শিল্পায়ন বলতে কী বোঝায় ?
৯। শিল্প বিপ্লবের ধারণা দাও ।
৩য় অধ্যায়: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা ।
১। 'সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য'-ব্যাখ্যা করো ।
২। পেশার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কেন?
৩। আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
৪। ব্যক্তি স্বাতন্ত্রীকরণ মূল্যবোধটি বুঝিয়ে লেখো ।
৩। শ্রমের মর্যাদা বলতে কী বোঝায়?
৫। মূল্যবোধ বলতে কী বোঝায়?
১০। পেশার ধারনা ব্যাখ্যা করো।
৪র্থ অধ্যায়: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়।
১। দানশীলতা বলতে কী বোঝায় ?
২। এতিমখানার কার্যক্রম ব্যাখ্যা করো।
৩। সমাজসেবা বলতে কী বোঝায়?
৪। সামজিক বিমা বলতে কী বোঝায়?
৫। সামাজিক আন্দোলন বলতে কী বোঝ ?
৬। সামাজিক আন্দোলনের ফল হল সমাজ সংস্কার-ব্যাখ্যা করো ।
৭। সমাজ সংস্কার বলতে কী বোঝায়?
৮। দানশীলতা ত্রুটিমুক্ত নয়-ব্যাখ্যা করো।
৯। সতীদাহ প্রথা বলতে কী বোঝায়?
১০। দানশীলতাই ঐতিহ্যগত সমাজকল্যাণের মূলভিত্তি-ব্যাখ্যা করো ।
৬ষ্ঠ অধ্যায়: সমাজকর্মের পদ্ধতি।
১। সমাজকর্মে ব্যক্তি বলতে কী বোঝায়?
২। পেশাদার প্রতিনিধি বলতে কী বোঝায়?
৩। দল সমাজকর্ম বলতে কী বুঝ ?
৪। সমষ্টি সংগঠন বলতে কী বোঝায়?
৫। সমাজকর্ম প্রশাসনের ধারণা দাও ।
৬। সামাজিক গবেষণা বলতে কী বোঝায়?
৭। সমাজকর্ম পদ্ধতি কী?
৮। সমষ্টি উন্নয়ন বলতে কী বোঝায়?
Tag:এইচএসসি সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড), এইচএসসি /Hsc সমাজকর্ম সাজেশন, Hsc social work 1st Paper Suggestion 2022
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)