এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ইসলাম শিক্ষা সাজেশন | Hsc islam Shikkha Paper Suggestion 2022

 

এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ইসলাম শিক্ষা সাজেশন  | Hsc islam Shikkha Paper Suggestion 2022

   
       

    এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র সাজেশন ২০২২

    ইসলাম শিক্ষা-দ্বিতীয় পত্র এর যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে দেখে নাও


    অধ্যায়: ১ আল-কুরআন

     অধ্যায়: ২ আল হাদিস

    অধ্যায়: ৩ আল ইজমা

    অধ্যায়: ৫ ফিকহশাস্ত্ৰ

    অধ্যায়: ৬ মৌলিক ইবাদত


    এখানে অধ্যায় আছে-৫টি সৃজনশীল প্রশ্ন আসবে-১১টি উত্তর দিতে হবে মাত্র ৪টি

    এখান থেকে যেকোনো ১/২টি অধ্যায় বাদ দিলেও সহজেই ৪টি প্রশ্ন কমন পড়বে।তাই যার কাছে যে অধ্যায়গুলো কঠিন লাগে,সেখান থেকে কমপক্ষে ১/২টি অধ্যায় বাদ দিতে পারবে।


    'ক' নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

    জ্ঞানমূলক প্রশ্ন


    ১ম অধ্যায়: আল-কুরআন


    ১। আল-কুরআন কী?

    উত্তর: আল-কুরআন সর্বশেষ আসমানি কিতাব, যা হযরত মুহাম্মদ (স)-এর ওপর অবতীর্ণ হয়।

    ২। পবিত্র কুরআনে কয়টি আয়াত রয়েছে?

    উত্তর: পবিত্র কুরআনে ৬২৩৬টি মতান্তরে ৬৬৬৬টি আয়াত রয়েছে।

    ৩। আন-নুর শব্দের অর্থ কী?

    উত্তর: আন-নুর শব্দের অর্থ জ্যোতি বা আলো।

    ৪। বনি-ইসরাইল কারা?

    উত্তর: হযরত ইয়াকুব (আ) এর বংশধরদের বনি-ইসরাইল বলা হয়।

    ৫। ইসরাইল শব্দের অর্থ কী?

    উত্তর: ইসরাইল শব্দের অর্থ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা।

    ৬। শানে নুজুল কী?

    উত্তর: আল-কুরআনের সুরা বা আয়াত নাজিলের কারণকে শানে নুজুল বলা হয় ৷

    ৭। মাদানি সুরা

    উত্তর: রাসুল (স) এর মক্কা থেকে মদিনায় হিজরতের পর যেসব সুরা নাজিল হয়েছে তাই মাদানি সুরা।

    ৮। মুত্তাকি এর সংজ্ঞা দাও ।

    উত্তর: যারা আল্লাহকে ভয় করে সব ধরনের অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকে তারাই মুত্তাকি।

    ৯ । আসমানি কিতাব কী?

    উত্তর: মানবজাতির হেদায়েতের জন্য দিকনির্দেশনাস্বরূপ মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবই আসমানি কিতাব।


    ২য় অধ্যায়: আল-হাদিস


    ১। হাদিস শব্দের অর্থ কী?

    উত্তর: হাদিস শব্দের অর্থ কথা, . বাণী বা ঘটনা।

    ২। হাদিস কী?

    উত্তর: রাসুল (স)-এর কথা, কাজ ও মৌনসম্মতিকে হাদিস বলে।

    ৩। রাবি শব্দের অর্থ কী?

    উত্তর: রাবি অর্থ বর্ণনাকারী।

    ৪। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবির নাম কী ?

    উত্তর: সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবির নাম হযরত আবু হুরায়রা (রা)।

    ৫। আল-কুরআনে সুন্নতকে কী বলা হয়েছে?

    উত্তর: আল-কুরআনে সুন্নতকে সর্বোত্তম আদর্শ বলা হয়েছে।

    ৬। শরিয়তের দ্বিতীয় উৎস কী? 

    উত্তর: শরিয়তের দ্বিতীয় উৎস হলো হাদিস।

    ৭। 'সিহাহ সিত্তাহ' কী?

    উত্তর: সিহাহ সিত্তাহ বলতে ইসলামের ছয়টি বিশুদ্ধ হাদিসগ্রন্থকে বোঝায়। এগুলো হলো-বুখারি, মুসলিম, তিরমিযি, নাসাঈ, আবু দাউদ ও ইবনে মাজাহ ।

    ৮। ইমাম মুসলিম (রহ) কত হিজরিতে জন্মগ্রহণ করেন?

    উত্তর: ইমাম মুসলিম (রহ) ২০৪ হিজরিতে জন্মগ্রহণ করেন।

    ৯। আল-হাসাদ শব্দের অর্থ কী?

     উত্তর: আল-হাসাদ শব্দের অর্থ হিংসা।


    ৩য় অধ্যায়: আল-ইজমা


    ১। ইজমা শব্দের অর্থ কী?

    উত্তর: ইজমা শব্দের অর্থ ঐক্যবদ্ধ হওয়া, ঐকমত্য পোষণ করা বা একমত হওয়া।

    ২। ইজমা কী?

    উত্তর: প্রখ্যাত আলিম ও গবেষকগণের সুনির্দিষ্ট নীতিমালার আলোকে পর্যালোচনার পর শরিয়তের কোনো সিদ্ধান্তের ব্যাপারে ঐকমত্য পোষণ করা ইজমা ।

    ৩। আযিমত কী?

    উত্তর: আযিমত হলো সব মুজতাহিদের কোনো বক্তব্যমূলক বিষয়ে এমন শব্দ ব্যবহার করা, যাতে তাদের সবার একমত হওয়ার বিষয়টি প্রমাণিত হয় । 

    ৪। ইজতিহাদ শব্দের অর্থ কী?

    উত্তর: ইজতিহাদ শব্দের অর্থ-গবেষণা।

    ৫। ইজমার রুকন কী?

    উত্তর: যার দ্বারা ইজমা অস্তিত্ব লাভ করে, তা-ই ইজমা রুকন ।

    ৬। ইজমার রুকন কয়টি?

    উত্তর: ২টি।


    ৫ম অধ্যায়: ফিকহশাস্ত্র


    ১। ফিক্হ শব্দের অর্থ কী?

    উত্তর: ফিক্হ শব্দের অর্থ অবগত হওয়া, অনুধাবন করা, জ্ঞাত হওয়া, জানা ।

    ২। ফিক্হ বলতে কী বোঝায়?

    উত্তর: ফিক্হ বলতে বিশুদ্ধ দলিল-প্রমাণাদি সহকারে মানুষের কর্মসংক্রান্ত শরিয়তের হুকুম- আহকাম সম্পর্কিত গভীর জ্ঞানকে বোঝায় ।

    ৩। ফিকহশাস্ত্রের মূল লক্ষ্য কী?

    উত্তর: ফিকহশাস্ত্রের মূল লক্ষ্য হলো-মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম পালনের সঠিক পদ্ধতি নির্দেশ করা ।

    ৪। ফিকহশাস্ত্রের জনক কে?

    উত্তর: হযরত ইমাম আবু হানিফা (র)।

    ৫। মাযহাব শব্দের অর্থ কী?

     উত্তর: মাযহাব শব্দের অর্থ-চলার পথ, ধর্মমত বা বিশ্বাস।


    ৬ । মাযহাব কী?

    উত্তর: মুজতাহিদদের উদ্ভাবিত মূলনীতির আলোকে বের হওয়া মাসয়ালার নাম মাযহাব

    ৭। ইমাম শাফেয়ি (র) কখন জন্মগ্রহণ করেন?

    উত্তর: ১৫০ হিজরিতে।

    ৮। 'আশারিয়া' কোন মাযহাবের অন্তর্ভুক্ত?

    উত্তর: দার্শনিক মাযহাবের অন্তর্ভুক্ত।

    ৯ । ইমাম আবু হানিফা (র)-এর প্রকৃত নাম কী?

    উত্তর: নুমান বিন সাবিত।

    ১০। ইমাম আবু হানিফা (র) কীভাবে শহিদ হয়েছিলেন? 

    উত্তর: বন্দি অবস্থায় বিষ প্রয়োগে ।


    ৬ষ্ঠ অধ্যায়: মৌলিক ইবাদত


    ১। ইবাদত কী?

    উত্তর: আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ ও তার রাসুল (স)-এর নির্দেশিত পথে যেকোনো কাজই ইবাদত।

    ২। মৌলিক ইবাদত কী?

     উত্তর: যে ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দাঁড়িয়ে থাকবে তাই মৌলিক ইবাদত।

    ৩। ইবাদতের মূল লক্ষ্য কী?

    উত্তর: ইবাদতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন।

    ৪। সালাত শব্দের অর্থ কী?

    উত্তর: সালাত শব্দের অর্থ দোয়া, ইসতেগফার, রহমত ও তাসবিহ।

    ৫। কিয়ামতের দিন সর্বপ্রথম কীসের হিসাব নেওয়া হবে?

    উত্তর: সালাতের হিসাব নেওয়া হবে।

    ৬। কোন ইবাদতের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্র হয়?

    উত্তর: জাকাতের মাধ্যমে।

    ৭। জাকাত কার ওপর ফরজ?

    উত্তর: প্রত্যেক নিসাবধারী প্রাপ্তবয়স্ক ও স্বাধীন মুসলিম ব্যক্তির ওপর জাকাত ফরজ ।

    ৮। জাকাতের নিসাব কী?

    উত্তর: জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে জাকাতের নিসাব বলে ।

    ৯। সাওম অর্থ কী?

    উত্তর: সাওম অর্থ বিরত থাকা ।

    ১০। হজ কী?

    উত্তর: আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ করাকে হজ বলে। 


    'খ' নম্বরের জন্য 

    অনুধাবনমূলক প্রশ্ন


    ১ম অধ্যায়: আল-কুরআন


    ১। 'আল-কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান'-বুঝিয়ে লেখো।

    ২। আল-কুরআনকে ফুরকান বলা হয় কেন? ব্যাখ্যা করো।

     ৩। ’মান্না ও সালওয়া বলতে কী বোঝায়?

    ৪। আল-কুরআনকে জ্ঞানের মূল উৎস বলা হয় কেন?

    ৫। 'কুরআন গবেষণা ও আবিষ্কারের প্রেরণা - ব্যাখ্যা করো ।

    ৬। মুনাফিক বলতে কাদেরকে বোঝায়?

    ২য় অধ্যায়: আল-হাদিস


    ১। সাদকায়ে জারিয়াহ' বলতে কী বোঝায়?


    ২। জাকাত গরিরদের অধিকার-ব্যাখ্যা করো ।


    ৩। 'জালিম ও মজলুম' বলতে কী বুঝ ?


    ৪। الْحَيَاءُ شُعْبَةٌ مِّنَ الْإِيْمَانِ . -- হাদিসাংশের ব্যাখ্যা দাও । 

    ৫। আল মারউ আলা দিনি খালিল - হাদিসাংশের ব্যাখ্যা দাও ।

    ৬। الْحَيَاءُ شُعْبَةٌ مِّنَ الْإِيْمَانِ . -ব্যাখ্যা করো।

    ৭। মহানবি (স)-কে সবচেয়ে বেশি ভালবাসতে হবে কেন? ৮। মুমিনদের জন্য কথা ও কাজে মিল থাকা জরুরি কেন?


    ৩য় অধ্যায়: আল-ইজমা


    ১। ইজমার আদর্শ কীভাবে প্রতিষ্ঠিত হয়?

    ২। 'আহলুল ইজমা' বলতে কী বোঝায়?

    ৩। কুরআন-সুন্নাহ পরিপন্থি ইজমা গ্রহণযোগ্য নয়”-ব্যাখ্যা করো।

    ৪। রুখাসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখো ।

    ৫। ইজমার উৎপত্তি কীভাবে হয়েছে?

    ৬। রাসুল (স)-এর উম্মতকে ইজমা করার অধিকার দেওয়া হয়েছে কেন?


    ৫ম অধ্যায়: ফিকহশাস্ত্র


    ১। শয়তানের নিকট হাজার আবিদের চেয়েও একজন ফকিহ বেশি শক্তিশালী -ব্যাখ্যা করো । 

    ২। 'মুজতাহিদ ভুল করলেও প্রতিদান প্রাপ্ত হবেন'-ব্যাখ্যা করো ।

    ৩। ফিকহশাস্ত্রের প্রয়োজন কেন?

    ৪। স্বতন্ত্র শাস্ত্র হিসেবে ফিকহশাস্ত্র কখন উৎপত্তি লাভ করে?


    ৬ষ্ঠ অধ্যায়: মৌলিক ইবাদত 


    ১। মৌলিক ইবাদত বলতে কী বোঝায়?

    ২। 'সালাত মুমিনের জন্য মিরাজ স্বরূপ -হাদিসাংশটুকু ব্যাখ্যা করো।

    ৩। জাকাত সম্পদের প্রবৃদ্ধি ঘটায়-বুঝিয়ে লেখ । 

    ৪। 'জাকাত কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক”-ব্যাখ্যা করো

    ৫। ইকামাতুস সালাত' বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

    Tag:এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ইসলাম শিক্ষা সাজেশন  | Hsc islam Shikkha Paper Suggestion 2022

                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)