কাতার বিশ্বকাপ ২০২২ আজ ১৮ ডিসেম্বর রাত ৯ টায় আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলায় মুখামুখি হবে। আজ বিশ্বকাপ ফাইনালে আরো একটি আকর্ষণ হচ্ছে গোল্ডেন বুট। আর্জেন্টিনার মেসি ও ফ্রান্সের এমবাপ্পে উভয়ের গোল সংখ্যা ৫ টি করে। তাদের সাথে আরো দুটি নাম রয়েছে একটি হলো আর্জেন্টিনা তারকা হুলিয়ান আলভারেজ বিশ্বকাপে ৪ টি গোল হলো তার। সেমি পর্যন্ত আলভারেজ খেলেছেন ৩৬৪ মিনটি। কোনো অ্যাসিস্ট নেই তার। আলভারেজের মতো ফ্রান্সের অলিভিয়ের জিরুও এখন পর্যন্ত বিশ্বকাপে গোল করেছেন মোট ৪ টি। মাঠে ছিলেন ৩৮৩ মিনিট। জিরুও কোনো অ্যাসিস্ট করেননি।দেখা যাক কে পাবে গোল্ডেন বুট?
গোল্ডেন বুট যেখাবে নির্ণয় হয়
যদি দুই কিংবা তার বেশি ফুটবলারের গোলসংখ্যা সমান হয়, তখন দেখা হয় কার কটা অ্যাসিস্ট। অর্থাৎ, কে কটি গোল করতে সহায়তা করেছেন। সেটিও সমান হলে দেখা হয়, কে কত কম সময় মাঠে ছিলেন। এভাবেই গোল্ডেন বুট নির্ণয় করা হয়।
কাতার বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ২০২২
গ্রুপ পর্বে | ২ গোল, সহায়তা করেছেন ১ টি |
16 রাউন্ড | ১ গোল |
কোয়ার্টার ফাইনাল | ১ গোল, সহায়তা ১ টি |
সেমি ফাইনালে | ১ গোল, সহায়তা ১ টি |
ফাইনাল | ২ |
৬ টি ম্যাচে | মোট ৭ গোল ও সহায়তা ৩ টি |
কাতার বিশ্বকাপে এমবাপ্পে গোল সংখ্যা ২০২২
গ্রুপ পর্বে | ৩ গোল, সহায়তা করেছেন ১ টি |
16 রাউন্ড | ২ গোল ১ টি সহায়তা |
কোয়ার্টার ফাইনাল | ০ গোল, সহায়তা ০ টি |
সেমি ফাইনালে | ০ গোল |
ফাইনাল | ৩ |
টি ম্যাচে | মোট ৮ গোল ও সহায়তা ২ টি |
Tag; মেসি নাকি এমবাপ্পে কে পাবে গোন্ডেন বুট (গোল সংখ্যা ও অ্যাসিস্ট)
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)