২০২৬ ফিফা বিশ্বকাপ হবে ২৩ তম ফিফা বিশ্বকাপ, চতুর্বার্ষিক আন্তর্জাতিক পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ যা ফিফার সদস্য সংস্থাগুলির জাতীয় দলগুলির দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করে৷ আজকে আমরা ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আসা করি তোমাদের ভালো লাগবে।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ কবে শুরু হবে
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হবে ৮ জুন সোমবার ২০২৬ এবং শেষ হবে ৩ জুলাই শুক্রবার ২০২৬।
২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে
২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে একাধিক দেশ। এই প্রথমবারের মতো তিন দেশে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।
২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দেশ খেলবে
২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দেশ খেলবে।
২০২৬ ফুটবল বিশ্বকাপ ভেন্যু (ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় কোথায় অনুষ্ঠিত হবে)
উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা ৩ দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। তিন দেশের মধ্যে দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকের ১১টি শহরে আয়োজিত হবে বিশ্বকাপ। মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ১৬ ভেন্যুতে আয়োজিত হবে ৬০ ম্যাচ, মেক্সিকো আর কানাডার ভেন্যুগুলো আয়োজন করবে ১০টি করে ম্যাচ। শহরগুলোর নাম এক ঝলকে দেখে নেওয়া যাক—
যুক্তরাষ্ট্র
- আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম)
- বোস্টন (জিলেট স্টেডিয়াম)
- ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)
- হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)
- কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম)
- লস অ্যাঞ্জেলস (সোফি স্টেডিয়াম)
- নিউইয়র্ক/ নিউজার্সি (মেটলাইফ স্টেডিয়াম)
- মায়ামি (হার্ড রক স্টেডিয়াম)
- ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম)
- সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম)
- সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)
মেক্সিকো
- গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন)
- মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা)
- মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)
কানাডা
- টরন্টো (বিএমও ফিল্ড)
- ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)
Tag:ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায়,কবে,কয়টি দেশ খেলবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)