বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ২০২২ | ফিফা বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত ( ২০০৬-২০২২)


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ২০২২ | ফিফা বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত ( ২০০৬-২০২২)


কাতার বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসির শেষ বিশ্বকাপ।লিওনেল মেসি ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেক ঘটে। লিওনেল মেসি বিশ্বকাপে তার প্রথম ম্যাচে সার্বিয়া এবং মনটি নিগ্র এর বিপক্ষে খেলে। তারপর থেকে এখনো পর্যন্ত লিওনেল মেসি মোট ৫ টি (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২*) বিশ্বকাপে অংশগ্রহণ করে ২৫ টি ম্যাচ খেলে গোল করেছেন ১১টি। সেই হিসেবে বিশ্বকাপে মেসির প্রত্যেক ম্যাচে গোল সম্ভাবনা ৪৪%। 

লিওনেল মেসিকে ফুটবল খেলার সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়।  বার্সেলোনা এবং আর্জেন্টিনা উভয়ের সাথেই তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে।  একটি ট্রফি যেটি সবসময় তাকে এড়াতে বলে মনে হয়েছিল তা হল কোপা আমেরিকা ট্রফি।


 তবুও, আর্জেন্টিনা শেষ পর্যন্ত 2021 সালে এই টুর্নামেন্টটি জিততে সক্ষম হয়েছিল এবং 2021 কোপা আমেরিকা  তার বিশাল ট্রফি ক্যাবিনেটে যোগ করেছে।  একমাত্র ট্রফিটি তিনি জিততে পারেননি ফিফা বিশ্বকাপ।  মেসি এবং আর্জেন্টিনা 2014 সালে টুর্নামেন্ট জয়ের খুব কাছাকাছি এসেছিল কিন্তু মারিও গোটজের 113’ গোলে পরাজিত হয়েছিল যার পরিবর্তে জার্মানি ফিফা বিশ্বকাপ ট্রফি তুলেছিল।

 মেসি তার ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ ট্রফি যোগ করতে পারেন 2022 বিশ্বকাপে। কোপা আমেরিকা জয়ের সাম্প্রতিক সাফল্য এই টুর্নামেন্টেও বহন করতে পারে। 

কাতার বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ২০২২ 

গ্রুপ পর্বে২ গোল, সহায়তা করেছেন ১ টি
16 রাউন্ড১ গোল
কোয়ার্টার ফাইনাল১ গোল, সহায়তা ১ টি
সেমি ফাইনালে১ গোল, সহায়তা ১ টি
ফাইনালআসছে
৬ টি ম্যাচেমোট ৫ গোল ও সহায়তা ৩ টি

ফিফা বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত

চলুন দেখে আসি মেসির খেলা পাঁচ বিশ্বকাপে ১১ গোল। 

YearLionel Messi goalsassists 
200611
201001
201441
201812
202253


বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কাদের আছে?

 পেলে, দিয়েগো ম্যারাডোনা বা (ব্রাজিলিয়ান) রোনালদো নন যিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন।  তিনি আসলে জার্মানির মিরোস্লাভ ক্লোজ।

 তার স্বদেশী গের্ড মুলার 1974 সাল থেকে তার 14তম গোলের মাধ্যমে রেকর্ডটি ধরে রেখেছিলেন যা নেদারল্যান্ডসের বিপক্ষে পশ্চিম জার্মানির হয়ে ফাইনালে এসেছিল।  তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইনকে ছাড়িয়ে গেছেন, যিনি ছয়টি খেলায় 13 গোল করেছেন।

 2006 সালে রোনালদো মুলারের ম্যানটেল নিয়েছিলেন যখন তিনি তার 15 তম বিশ্বকাপে গোল করেছিলেন, 2014 সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জার্মানির বিখ্যাত 7-1 গোলে স্কোর করে ক্লোস 16 গোলের একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেছিলেন।

 বর্তমান খেলোয়াড়দের মধ্যে, লিওনেল মেসি - 11-এর সাথে - বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যায় রয়েছে, যা তাকে সর্বকালের তালিকায় ষষ্ঠ স্থানে রেখেছে।

PlayerCountryWorld Cup matchesWorld Cup goals
Miroslav KloseGermany2416
RonaldoBrazil1915
Gerd MullerGermany1314
Just FontaineFrance613
PeleBrazil1412
Sandor KocsisHungary511
Jurgen KlinsmannGermany1711
Lionel Messi*Argentina2511


Tag: বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ২০২২,ফিফা বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন





p