কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনালঃ- কে পেলেন গোল্ডেন বুট? এমবাপ্পে নাকি মেসি


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


 

কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনালঃ- কে পেলেন গোল্ডেন বুট? এমবাপ্পে নাকি মেসি

ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনাল: কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট জিতেছেন

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনালের আগে পাঁচটি করে গোল ছিল।


কাতার ২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হওয়ার লড়াই কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট জিতে শেষ হয়েছে।

 ফাইনালের আগে, লিওনেল মেসি পাঁচ গোল এবং ছয় ম্যাচ খেলে প্রথম অবস্থানে ছিলেন, একই সংখ্যক গোল নিয়ে কাইলিয়ান এমবাপ্পে অনুসরণ করেছিলেন।  কিন্তু ফরাসিদের একটি চমকপ্রদ হ্যাটট্রিক তাকে ৮ গোল করে শীর্ষে নিয়ে যায়।

কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনালঃ- কে পেলেন গোল্ডেন বুট? এমবাপ্পে নাকি মেসি


বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার জন্য গোল্ডেন বুট ট্রফি 1982 সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো দেওয়া হয়েছিল।

  ফাইনাল প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়কে গোল্ডেন বুট দেওয়া হয়। যদি দুই বা ততোধিক খেলোয়াড় একই সংখ্যক গোল করে, তাহলে সহায়তার সংখ্যা (ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্যদের দ্বারা নির্ধারিত) হবে নির্ধারক।

অ্যাসিস্টের সংখ্যা বিবেচনায় নেওয়ার পরেও যদি দুই বা ততোধিক খেলোয়াড় সমান থাকে, তাহলে টুর্নামেন্টে খেলা মোট মিনিট বিবেচনা করা হবে, যে প্লেয়ার কম মিনিট খেলে প্রথম স্থান পাবে।


দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ গোলদাতার জন্য যথাক্রমে একটি সিলভার বুট এবং একটি ব্রোঞ্জ বুটও দেওয়া হয়।


কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কারা?


  • কিলিয়ান এমবাপ্পে – ফ্রান্স: ৮ গোল
  •  লিওনেল মেসি – আর্জেন্টিনা: ৭ গোল
  •  অলিভিয়ের গিরুদ - ফ্রান্স: 4 গোল
  •  জুলিয়ান আলভারেজ - আর্জেন্টিনা: 4 গোল
  •  মার্কাস রাশফোর্ড – ইংল্যান্ড: ৩ গোল


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন





p