আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া ২০২২ লাইভ,রেকর্ড ও পরিসংখ্যান | Argentina vs Australia head to-head record |আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া ২য় রাউন্ড খেলা কবে,কখন

 

আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া ২০২২ লাইভ,রেকর্ড ও পরিসংখ্যান | Argentina vs Australia head to-head record |আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া ২য় রাউন্ড খেলা কবে,কখন

৩ ডিসেম্বর থেকে কাতার বিশ্বকাপ ২০২২ এর রাউন্ড অফ ১৬ এর খেলা শুরু হবে। এবং ৪ ডিসেম্বর রাত ১ টায় আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়ার রাউন্ড ১৬ এর খেলাটি অনুষ্ঠিত হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে । তাই আজকে আমরা আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া পরিসংখ্যান দেখার চেষ্টা করবো। 

বন্ধুরা যদি আমরা অতীতের দিকে লক্ষ করি তাহলে আর্জেন্টিনা সাথে অষ্ট্রেলিয়ার এই পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। ৫ বার আর্জেন্টিনা জিতেছে ১ বার অষ্ট্রেলিয়া আর ১ বার ড্র হয়েছে। এর মধ্যে ফিফা বিশ্বকাপে ২ বার মুখামুখি হয়েছিলো এই দুটি দল।

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৭ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল  মেসির দেশ আর্জেন্টিনা। তাদের ১৫ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৭টি।


অস্ট্রেলিয়া শেষবার দ্বিতীয় রাউন্ডে খেলেছে ২০০৬ সালে। ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিন আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা। এবার ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে তিউনিসিয়াকে ১-০ এবং ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে তারা।


   
       

    আর্জেন্টিনা Vs অষ্ট্রেলিয়া খেলা কবে?

    আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া কাতার বিশ্বকাপের ২য় রাউন্ডর খেলা আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া পরিসংখ্যান 

    খেলার সময়দলের নামখেলার ফলাফলস্কোর বোর্ডপ্রতিযোগিতার নাম
    ১৪ জুলাই, ১৯৮৮আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াLose১-৪ভিসেন্টেনিয়াল গোল্ড কাপ
    ১৮ জুন, ১৯৯২আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াWin২-০আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
    ৩১ অক্টোবর, ১৯৯৩আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াDrawn১-১ফিফা বিশ্বকাপ ম্যাচ
    ১৭ নভেম্বর, ১৯৯৩আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াWin১-০ফিফা বিশ্বকাপ ম্যাচ
    ৩০ জুন, ১৯৯৫আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াWin২-০আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
    ১৮ জুন, ২০০৫আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াWin৪-২ফিফা কনফেডারেশন কাপ
    ১১ সেপ্টেম্বর, ২০০৭আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াWin১-০আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

    আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া এর ম্যাচে কে বেশি শক্তিশালী?

    বন্ধুরা আমরা যদি উপরের পরিসংখ্যান এর দিকে লক্ষ করি তাহলে নিশ্চিন্তে আর্জেন্টিনা শক্তিশালী। তারপর ও অষ্ট্রেলিয়া ও কম না তাই আর্জেন্টিনাকে অবশ্যই ভালো খেলতে হবে।


    Tag:আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া ২০২২ লাইভ,রেকর্ড ও পরিসংখ্যান, Argentina vs Australia head to-head record,আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া ২য় রাউন্ড খেলা কবে,কখন

                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)