কাতার বিশ্বকাপ ২০২২ এ ব্রাজিল বনাম ক্যামেরুন এর খেলা আগামী ৩ ডিসেম্বর রাত ১ টায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ব্রাজিল নেইমারবিহীন কাসেমিরোর গোলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। ক্যামেরুন এর সাথে তাদের হারলে ও সমস্যা নেই। কারন তারা ইতিমধ্যে পর পর ২ টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ জি এর সবার উপরে রয়েছে। তারপর ও ক্যামেরুন এর সাথে তাদের এই ম্যাচটি জিতার সম্ভাবনা রয়েছে ৯০%। যদি আমরা পরিসংখ্যান এর দিকে লক্ষ করি তাহলে ব্রাজিল বনাম ক্যামেরুন এই পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল ৫ বার জিতেছে আর ক্যামেরুন মাত্র ১ বার। ব্রাজিল ফিফা বিশ্বকাপে ক্যামেরুনের সাথে ২ বার মুখামুখি হয়েছে ২ বার ই ব্রাজিল জয় লাভ করেছে। বাকি অন্যান্য ম্যাচে ৩ বার ব্রাজিল ১ বার ক্যামেরুন জয় লাভ করেছে। নিচে ব্রাজিল বনাম ক্যামেরুন এর বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হলো।
ব্রাজিল বনাম ক্যামেরুন খেলা কবে,কখন
ব্রাজিল বনাম ক্যামেরুন হেড টু হেড
Team | win | lose |
Brazil | 5 | 1 |
Cameroon | 1 | 5 |
ব্রাজিল বনাম ক্যামেরুন পরিসংখ্যান
তারিখ | দলের নাম | খেলার ফলাফল | স্কোরবোর্ড | প্রতিযোগিতা |
24 Jun 1994 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 3-0 | FIFA World Cup |
13 Nov 1996 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 2-0 | International Friendly |
31 May 2001 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 2-0 | FIFA Confederations Cup |
19 Jun 2003 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil lose | 0-1 | FIFA Confederations Cup |
23 Jun 2014 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 4-1 | FIFA World Cup |
20 Nov 2018 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 1-0 | International Friendly |
Tag:ব্রাজিল বনাম ক্যামেরুন ২০২২ লাইভ,রেকর্ড ও পরিসংখ্যান, Brazil vs Cameroon head to-head record,ব্রাজিল বনাম ক্যামেরুন খেলা কবে,কখন
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)