আসছালামু আলাইকুম সম্মানিত ফুটবল প্রেমী ভাই ও বোনেরা সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ও ভালো আছি। প্রিয় পাঠকবৃন্ধ কাতার বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ২০ নভেম্বর ২০২২ থেকে। তাই সারা দেশে বিশ্বকাপের আমেজে ফুটবল প্রেমীরা খেলা নিয়ে সোসাল মিডিয়ায় যার যার প্রিয় দল নিয়ে স্টাটাস উক্তি দিতে মিস করতেছেন না,এবং অন্যান্য দল দিয়ে ট্রল করতে ও মিস করেন না। এই দিকে কাতার বিশ্বকাপে সব চেয়ে আলোচিত দলের মধ্যে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর আমাদের বাংলাদেশে এই দুই দলের সাপোর্টার বেশি। তাই আর্জেন্টিনা সাপোর্টার ব্রাজিল নিয়ে ট্রল করেন এবং ব্রাজিল সাপোর্টার আর্জেন্টিনা নিয়ে ট্রল করেন। ভিবিন্ন ধরনের ফানি পিকচার সোসাল মিডিয়ায় দিয়ে থাকেন। তাই আজকে আমরা তোমাদের জন্য এই আর্টিকেলে আর্জেন্টিনা নিয়ে ফানি স্ট্যাটাস- আর্জেন্টিনা নিয়ে ট্রল - আর্জেন্টিনা ফানি পিক,ছবি শেয়ার করবো। আসা করি তোমাদের ভালো লাগবে।
আর্জেন্টিনা নিয়ে ফানি স্ট্যাটাস
- খেলায় হেরে যাওয়ায় আর্জেন্টাইন এক সমর্থক কচু গাছে ফাঁস নিচ্ছে
আর্জেন্টিনা ফানি পিক,ছবি
- আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান করার ফরমও বেরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

- গত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোলে হেরে যাওয়ায় ব্রাজিলকে নিয়ে 7up ট্রল করে আসছিল আর্জেন্টাইন সমর্থক। এবার ক্রোয়েশিয়ার কাছে ৩-০ তে হারের ট্রল হিসেবে ফেসবুকে ভাইরাল হয়েছে 3up এই ছবিটি।

- আর্জেন্টাইন সমর্থককে একজন জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন এরকম একটি ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

- প্রাচীনকাল থেকেই আর্জেন্টিনা একটি অবহেলিত দল!
আর্জেন্টিনা নিয়ে ট্রল
- কিছু মৌসুমী ফুটবল সাপোর্টার রয়েছে যারা একদল অন্য দলকে নিয়ে খারাপ মন্তব্য অথবা ফেসবুকে স্ট্যাটাস দেয়। অনেকেই আর্জেন্টিনাকে বলে আর জিতে না। ছত্রিশ বছরের বিশ্বকাপ পায়না আর কবে পাবে। আমি জন্মের পর থেকে কখনো দেখিনি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে।
এদিন ক্রোয়েশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে তিন গোল হজম করেছে আর্জেন্টিনা।
আর তাতেই বাংলাদেশে যত না কেঁদেছে আর্জেন্টাইন সমর্থক, ততটা হেসেছে ব্রাজিল সমর্থক।
টাগঃ;আর্জেন্টিনা নিয়ে ফানি স্ট্যাটাস, আর্জেন্টিনা নিয়ে ট্রল, আর্জেন্টিনা ফানি পিক,ছবি