সোনার হিসাব ভরি আনা রতি ক্যালকুলেটর | সোনা মাপার পদ্ধতি | সোনা মাপার ক্যালকুলেটর

সোনার হিসাব ভরি আনা রতি ক্যালকুলেটর  | সোনা মাপার পদ্ধতি | সোনা মাপার ক্যালকুলেটর


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আমরা কম বেশি সবাই সোনা/স্বর্ণ কিনে থাকি। কিন্তু আমরা কয়জন সোনার হিসাব জানি। স্বর্ণের দোকানদার যেভাবে আমাদের হিসাব বলে আমরা সেভাবেই বুঝে নেই। যদি আমরা নিজে হিসাবটা জেনে নেই তাহলে সহজে আমরা ও স্বর্ণের হিসাব করতে পারবো। তাই আজকে আমরা তোমাদের সুবিধার জন্য সোনার হিসাব কিভাবে করতে বিস্তারিত আজকের এই আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করবো। আসা করি আজকের এই আর্টিকেল সম্পূর্ণ পড়লে সোনার/স্বর্ণের হিসাব ক্যালকুলেটর করা সহজে শিখে যাবেন।

   
       

    সোনার হিসাব ভরি আনা রতি

    স্বর্নের হিসাব করার আগে আপনাকে প্রথমে জানতে হবে আপনি কত ক্যারেটের সোনা কিনতেছেন। অই সোনার মধ্যে কতটুকু খাদ থাকবে। বাংলাদেশের সকল সোনার মধ্যে খাদ থাকে। শুধু মাত্র ২৪ ক্যারেট সোনায় খাদ থাকে না। আসুন তাহলে প্রথমে জেনে নেই কত ক্যারেট সোনায় কত টুকু খাদ ও সোনা থাকে।

    কত ক্যারেটে কত টুকু সোনা থাকে

    • ২৪ ক্যারেট = ৯৯.৯৯% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
    • ২২ ক্যারেট = ৯১.৬০% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
    • ২১ ক্যারেট = ৮৭.৫০% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
    • ১৮ ক্যারেট = ৭৫.০০% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
    • ১৪ ক্যারেট = ৫৮.৫% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
    • ১০ ক্যারেট = ৪১.৭% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।

    স্বর্ন কেনার আগে দেখে নিবেন আসলে এটি কত ক্যারেট সোনা। এটি কিভাবে বুঝবেন দেখে নিন

    • ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট, 
    • ৯১৬ অর্থাৎ ২২ক্যারেট
    • ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট
    • ৭৫০ অর্থাৎ ১৮ক্যারেট।
    এই লেখাটি অলংকারের পিচনে বা হুকে যে কোন এক জায়গায় লেখা থাকবে। না বুঝলে দোকানদারকে বলে দিবেন সেই দেখিয়ে দিবে।

    সোনা মাপার পদ্ধতি


    সোনা সাধারণত দুই ভাবে পরিমাপ করা হয়।

    ১। গ্রাম হিসাবে
    ২। আনা ও রতি হিসাবে।


    সোনার গ্রাম হিসাব

    • ১ ভরি = ১১.৬৬৪ গ্রাম

    ভরি, আনা, রতির হিসাব।

    • ১ ভরি = ১৬ আনা
    • ১ ভরি = ৯৬ রতি
    • ১ ভরি = ৯৬০ পয়েন্ট
    • ১ আনা = ৬ রতি
    • ১ রতি = ১০ পয়েন্ট 

    গ্রাম থেকে ভরি ক্যালকুলেটর

    সোনার গ্রাম হিসাব পদ্ধতি

    • ১১.৬৬৪ গ্রাম = এক ভরি। অর্থাৎ (স্বর্ণের ওজন ÷ ১১.৬৬৪ = ভরি)
    যেমন অলংকারটির ওজন ৫.৮৭৩ গ্রাম। তাহলে ভরিতে কনভার্ট করলে হবে 
    • ৫.৮৭৩ ÷ ১১.৬৬৪ = ০.৫০৩ ভরি।
    যদি প্রতি ভরির দাম ৮০ হাজার টাকা করে হয় তাহলে দাম হবে 
    • ৮০,০০০ × ০.৫০৩ = ৪০,২৮৪০ টাকা।

    আনা রতি থেকে ভরি ক্যালকুলেটর 


    সোনার আনা ও রতি হিসাব পদ্ধতি


    ভরিতে নেয়ার সূত্র

    সূত্র: (আনা ÷ ১৬) + (রতি ÷ ৯৬) + (পয়েন্ট ÷ ৯৬০)

    মনে করুন আপনি ৫ আনা, ৪ রতি, ৪ পয়েন্ট স্বর্ণ ক্রয় করেছেন। তাহলে হিসাবটি হবে।

     = (৫ ÷ ১৬) + (৪ ÷ ৯৬) + (৪ + ৯৬০ )
     = ০.৩১২৫ + ০.০৪২ + 0.008 
    = ০.৩৫৮৫ ভরি

    যদি প্রতি ভরির দাম ৮০ হাজার টাকা করে হয় তাহলে দাম হবে 

      ০.৩৫৮৫ × ৮০,০০০=  ২৮,৬৮০ টাকা।


    মূলকথাঃ- প্রিয় পাঠক আজকে আমরা এই পোস্টে সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে আপনি সোনার হিসাব ক্যালকুলেটর করবেন। তারপর ও যদি বুঝতে সমস্যা হয় আমাদের পেইজে যোগাযোগ করবে। 

    Tag:সোনার হিসাব ভরি আনা রতি ক্যালকুলেটর,সোনা মাপার পদ্ধতি, সোনা মাপার ক্যালকুলেটর


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন