ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম

 

ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে।

   
       

    ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম

    নামাজের নিয়ত মনে মনে পাঠ করে আল্লাহু আকবর বলে দুই হাত নাভির উপর বাধতে হবে। (পুরুষের ক্ষেত্রে নাভী আর নারীদের ক্ষেত্রে বুকের উপর বাধতে হয়)। হাত বাধার পর ছানা পরতে হয়। ছানা শেষে বিসমিল্লাহ সহ সুরা ফাতেহা এবং এর পরে যে কোন একটি সূরা মিলিয়ে পরতে হয়। সূরা শেষে আল্লাহু আকবর বলে রুকু সিজদায় যেতে হয়। রুকু তে  ৩ থেকে ৭ বার তাসবীহ পাঠ  শেষে পুনরায় সামিয়াল্লাহুলিমানহামিদাহ বলে দাড়াতে হয়।রুকুতে দোয়া পড়ে আল্লাহু আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় গিয়ে দুইবার সিজদা দিতে হবে। এরপর পুনরায় দাঁড়িয়ে প্রথম রাকাতের মত নামাজ আদায় করতে হবে।

    এরপর তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়ায় মাছুরা পড়ে সালাম ফেরাতে হবে।

    ফরজরের দুই-রাক'আত সুন্নত নামাজের নিয়ত


    সমূহঃ

    আরবি-উচ্চারন
    نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ سُنَّةُ رَسُوْلُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-

    বাংলা-উচ্চারন
    নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকা’আতাই সালাতিল ফাজরে সুন্নাতু রাছুলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

    বাংলা অর্থ
    ফজরের দুই-রাক'আত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

    Tag: ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন