দাখিল বাংলা ২য় পত্র সাজেশন ২০২২ | Dhakil Bangla 2nd Paper Suggestion 2022 | দাখিল পরীক্ষার বাংলা সাজেশন ২০২২

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের দাখিল পরীক্ষার বাংলা ২য় পত্র সাজেশন ২০২২ তোমাদের শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। 

   
       

    দাখিল বাংলা ২য় পত্র সাজেশন ২০২২

    দাখিল বাংলা ২য় পত্র সাজেশন ২০২২ | Dhakil Bangla 2nd Paper Suggestion 2022 | দাখিল পরীক্ষার বাংলা সাজেশন ২০২২

    Dhakil Bangla 2nd Paper Suggestion 2022 | দাখিল পরীক্ষার বাংলা সাজেশন ২০২২

    অনুচ্ছেদ রচনা 

    • শিষ্টাচার 
    • শিক্ষা সফর 
    • বাংলা নববর্ষ 
    • স্বদেশপ্রেম 
    • শীতের সকাল 
    • গ্রীষ্মের দুপুর 
    • চরিত্র
    পত্র ও দরখাস্ত

    পত্র 

    ১। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখ । 
    ২। তোমার গ্রামকে নিরক্ষরতামুক্ত করতে তুমি তোমার ভূমিকা পালন করেছো তার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখ 
    ৩। দাখিল পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর নিকট একখানি পত্র লিখ ।


    * দরখাস্ত

    ১। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লিখ । 

    ২। মাদ্রাসার ভিতরে একটি ক্যান্টিন স্থাপনের জন্য অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লিখ । 

    ৩। মাদ্রাসা থেকে ছাড় পত্রের জন্য অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লিখ ।

    * ভাব - সম্প্রসারণ 

    ১। কীর্তমানের মৃত্যু নেই । 

    ২। যেখানে দেখিবে ছাই , উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন । 

    ৩। পাপীকে নয় , পাপকে ঘৃণা কর । 

    ৪। গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা , নহে ধন , হলে প্রয়োজন । 

    ৫। প্রাণ থাকলেই প্রাণী হয় , কিন্তু মন না থাকলে মানুষ হয়না ।

    ৬। আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য । 

    ৭। পুষ্প আপনার জন্য ফোটেনা ।


    ** প্রতিবেদন

    ১। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাদ্রাসায় উদযাপিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে অধ্যক্ষের নিকট একটি প্রতিবেদন তৈরি কর । 

    ২। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও তার প্রতিকার শিরোনাম সংবাদ পত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি কর । 

    ৩। তোমার মাদ্রাসার গ্রন্থাগারের প্রকৃত অবস্থা তুলে ধরে অধ্যক্ষের বরাবরের একটি প্রতিবেদন তৈরি কর । 

    ৪। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অধ্যক্ষের বরাবরের একটি প্রতিবেদন তৈরি কর ।


    Tag:দাখিল বাংলা ২য় পত্র সাজেশন ২০২২,Bangla 2nd Paper Suggestion 2022,দাখিল পরীক্ষার বাংলা সাজেশন ২০২২

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)