উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ দেখে নাও

 আসছালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের উপকারে এইচএসসি রুটিন ২০২২ শেয়ার করবো। তোমরা যারা এইচএসসি রুটিন ২০২২ খুজতেছো আসা করি তোমাদের উপকারে আসবে।

 প্রিয় এসএসসি শিক্ষার্থী  দীর্ঘ দিন পর তোমাদের এইচএসসি ২০২২ সালের শিক্ষার্থীদের রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ৬ -১১-২০২২ থেকে  এইচএসসি পরীক্ষা শুরু হবে। প্রকাশিত রুটিনে কিছু বিশেষ নির্দেশনাবলি দেওয়া হয়েছে। যা জানা জরুরি। নিচে তা উল্লেখ করা হলো। 


নোটঃ- এইচএসসি রুটিন প্রকাশিত হয়েছে দেখে নিন।

        
       
                       

    এইচএসসি পরীক্ষার ২০২২ বিশেষ নির্দেশনাবলি


    বিশেষ নির্দেশাবলি : 

    ১। পরীক্ষা শুরুর ৩০ ( ত্রিশ ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 

    ২। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল / রচনামূলক ( তত্ত্বীয় ) পরীক্ষা অনুষ্ঠিত হবে । 

    ৩। * বহুনির্বাচনী ( MCQ ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল ( CQ ) পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট । 

    * পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে । 

    MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না ।

     ( ক ) সকাল ১১.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে : সকাল ১০.৩০ মি . অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ । 

    সকাল ১১.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ । 

    সকাল ১১.২০ মি . বহুনির্বাচনি উত্তরপত্র ( OMR শিট ) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ । 

    ( খ ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে :

    দুপুর ০১.৩০ মি . অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ । 

    দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ । দুপুর ০২.২০ মি . বহুনির্বাচনি উত্তরপত্র ( OMR শিট ) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ । 

    ৪ । প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে । 

    ৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে । 

    ৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর , বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে । কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না । 

    ৭ । পরীক্ষার্থীকে তত্ত্বীয় , বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে ( প্রযোজ্য ক্ষেত্রে ) পৃথকভাবে পাস করতে হবে । 

    ৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয় / বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না । 

    ৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ / প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না , পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে । 

    ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ( Non programmable ) ব্যবহার করতে পারবে । প্রোগ্রামিং ক্যালুলেটর ব্যবহার করা যাবে না । 

    ১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না ।

    ২০২২ সালের এইচএসসি পরীক্ষার রুটিন 

    এইচএসসি রুটিন ২০২২

    Hsc Exam Routine 2022 PDF | ২০২২ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত | এইচএসসি পরীক্ষা ২০২২ রুটিন PDF -এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ PDF


    Hsc Exam Routine 2022 PDF | ২০২২ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত | এইচএসসি পরীক্ষা ২০২২ রুটিন PDF -এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ PDF



    এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ PDF | Hsc Routine 2022 PDF

    নিচে এইচএসসি রুটিন ২০২২ পিডিএফ ফাইল দেওয়া হলো ডাউনলোড করে নিন।

    এইচএসসি পরীক্ষা ২০২২ রুটিন PDF

    Click Here To Download 


    Tag:Hsc Exam Routine 2022 PDF, ২০২২ সালের এইচএসসি রুটিন প্রকাশিত (২ ডিসেম্বর পরীক্ষা শুরু) | এইচএসসি পরীক্ষা ২০২২ রুটিন PDF,এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ PDF,এইচএসসি রুটিন ২০২২


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


     
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন