বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়

বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়


আসছালামু আলাইকুম? বন্ধুরা সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা অনেকে আছেন যারা বাচ্চা নস্ট করার পর কি কি সমস্যা হয় জানতে চান। গর্ভপাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। অনেকে আছেন যারা ভিবিন্ন ঐষস সেবন করে গর্ভপাত করায়। ডাক্তারের পরামর্শ ছাড়া এইসব ঐষদ সেবন করা উচিত নয়। গর্ভপাত ওষধ সেবনের কারণেই হোক আর স্বাভাবিকভাবেই হোক দুইটাই অত্যন্ত বিপদজনক।বাচ্চা নস্ট করার পর কি কি সমস্যা হয় আসুন জেনে নেই।


গর্ভপাতঃ- গর্ভপাত হলো কোনো ফিটাস বা ভ্রূণ নিজে নিজে বেঁচে থাকতে সক্ষম হওয়ার আগেই এটিকে অপসারণ করে অথবা মাতৃগর্ভ থেকে জোরপূর্বক বের করে দিয়ে গর্ভধারণের অবসান ঘটানো৷ গর্ভপাত ইচ্ছাকৃতভাবে ঘটানো হতে পারে, যেক্ষেত্রে এটিকে প্রায়াই মিসক্যারিজ বলা হয়। এটি উদ্দেশ্যমূলকভাবেও ঘটানো হতে পারে যেক্ষেত্রে এটিকে বলা হয় প্ররোচিত গর্ভপাত। গর্ভপাত পরিভাষাটি বেশিরভাগ ক্ষেত্রে কোনো মানবীয় গর্ভধারণের প্ররোচিত গর্ভপাতকে বুঝায়। ভ্রূণ নিজে নিজে বেঁচে থাকতে সক্ষম হওয়ার পর এই একই প্রক্রিয়া ঘটানো হলে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেটিকে বলা হয় "গর্ভাবস্থার বিলম্বিত অবসান"৷

   
       

    বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়

    বাচ্চা নস্ট করার পর কি কি সমস্যা হতে পারে এক নজরে দেখে নিনঃ-

    • রক্তক্ষরণ
    • কালো কালো রক্তের ছোপ 
    • কোমরের যন্ত্রণা
    • পেট ব্যাথা
    • পিরিয়ডের সমস্যা
    • রক্তস্বল্পতা
    • গর্ভধারণের ঝুকি
    • মানসিক অশান্তি
    • শারীরিক দুর্বলতা
    • অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

    প্রিয় পাঠক উপরে উল্লেখিত যে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিবেন। 


    Tag:বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)