এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে প্রথম ম্যাচে ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। শারজাহ স্টেডিয়া রাত বাংলাদেশ টাইম ৮ টায় থেকে শুরু হবে খেলা। রবিবার ৪ঠা সেপ্টেম্বর এশিয়া কাপে ফের ভারত বনাম পাকিস্তানের মহারণ। দুবাইতে রাত বাংলাদেশ টাইম ৮ টা থেকে শুরু হবে খেলা। গ্রুপ পর্বের সাক্ষাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ৬ সেপ্টেম্বর রাত ৮ টা থেকে দুবাইতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। ৭ সেপ্টেম্বর শারজাহ স্টেডিয়ামে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ রাত ৮ টা থেকে। ৮ সেপ্টেম্বর দুবাইতে রাত ৮ টা থেকে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। ৯ সেপ্টেম্বর সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্কান ও শ্রীলঙ্কা। এই ম্যাচটিও বাংলাদেশ টাইম রাত ৮ টা থেকে শুরু হবে।
এশিয়া কাপ ২০২২ সুপার ফোর
- ভারত
- শ্রিলংকা
- আফগানিস্তান
- পাকিস্তান
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোর রাউন্ডের সম্পূর্ণ সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান শারজাহ রাত ৮.০০
৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দুবাই রাত ৮.০০
৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা দুবাই রাত ৮.০০
৭ সেপ্টেম্বর পাকিস্তান-আফগানিস্তান শারজাহ রাত ৮.০০
৮ সেপ্টেম্বর ভারত-আফগানিস্তান দুবাই রাত ৮.০০
৯ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা দুবাই রাত ৮.০০
এশিয়া কাপ ২০২২ পয়েন্ট
এশিয়া কাপের সুপার ফোরের পয়েন্ট টেবিল:-
- শ্রীলঙ্কা: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +০.৫৮৯)।
- পাকিস্তান: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +০.১২৬)।
- ভারত: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -০.১২৬)।
- আফগানিস্তান: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -০.৫৮৯)।
সুপার ফোর রাউন্ডে প্রতিটি দলে একে অপরের সঙ্গে খেলার পর পয়েন্টের বিচারে যে দুটি দল উপরের দিকে থাকবে সেই দুটি দল সরাসরি পৌছে যাবে এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে। এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
Tag:এশিয়া কাপ ২০২২ সুপার ফোর, এশিয়া কাপ ২০২২ পয়েন্ট

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)