আসছালামু আলাইকুম? সম্মানিত পাঠকবৃন্দ আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের মাঝে শেয়ার করবো। যেটা হলো কিভাবে আপনারা করোনা ভ্যাকসিন টিকা অনলাইন থেকে আপনি নিজে ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টি বিস্তারিত তুলে ধরবো। আসা করি তোমাদের উপকারে আসবে।
বন্ধুরা আমাদের দেশে করোনা জন্য সবাই কোভিড -১৯ ভ্যাকসিন নিয়েছেন। এবং বিশেষ করে যারা প্রবাসে যেতে ইচ্ছুক সবাই নিজের পাসপোর্ট দিয়ে এই ভ্যাকসিন দিয়েছেন। অনেকে আছেন যারা ১ ডোজ দিছেন আবার অনেকে ২ ডোজ আবার অনেকে ৩ ডোজ মানে কম্পিলিড ভ্যাক্সিন দিয়েছে। এখানে একটি কথা বলে রাখি ১ ডোজ দিলে সম্ভবত আপনার করোনা ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন না। ২/৩ ডোজ দিলে সেটা ডাউনলোড করতে পারবেন।
covid-19 (Surokkha gov bd)vaccine certificate download bd
বন্ধুরা করোনা ভ্যাকসিন সার্টিফিকেট আপনি ২ ভাবে ডাউনলোড করতে পারবেন।
- Surokkha Apps ডাউনলোড করে।
- https://surokkha.gov.bd/ এই ওয়েবসাইটে ডুকে।
এখানে ২ টার লিংক আমি শেয়ার করেছি। মোটামোটি ২ টার নিয়ম একি রকম। তাই সহজে কোভিড ১৯ ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে। আসুন তাহলে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট কার্ড ডাউনলোড করার নিয়ম দেখে নেই।
কোভিড ১৯ (করোনা) সার্টিফিকেট ডাউনলোড
১ নাম্ভারঃ- Surokkha Apps ডাউনলোড করে।
এই জন্য প্রথমে আপনাকে Surokkha Apps ডাউনলোড করে নিতে হবে। তারপর এপ্স ওপেন করার পর ইংরেজি বাংলা যে কোন একটি সিলেক্ট করতে বলবে। আপনার ইচ্ছা অনুযায়ী একটি ভাষা সিলেক্ট করে নিবেন।
তারপর আপনার সামনে নিচের পিকচার এর মত আসবে।
উপরের পিকচার এর মত আসার পর Home এ ক্লিক করলে নিচের পিকচার এর মত নিয়ে যাবে।উপরের পিকচার এর মত আসলে Card Download লেখায় ক্লিক করবেন। তাহলে আপনাকে নিচের পিকচার এর মত পেইজে নিয়ে যাবে।
করোনা টিকা কার্ড সংগ্রহ করার নিয়ম
জাতীয় পরিচয়পত্র
ওয়েবসাইটে ফরমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) প্রদান করে "যাচাই করুণ" বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে "টিকা সনদপত্র ডাউনলোড" বাটনে ক্লিক করলে টিকা সনদ সংগ্রহ করা যাবে।
জন্ম নিবন্ধন সার্টিফিকেট
ওয়েবসাইটে ফরমে আপনার জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ ( জন্ম সনদ অনুযায়ী) প্রদান করে "যাচাই করুণ" বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে "টিকা সনদপত্র ডাউনলোড" বাটনে ক্লিক করলে টিকা সনদ সংগ্রহ করা যাবে।
পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি)
ওয়েবসাইটে ফরমে আপনার পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) প্রদান করে "যাচাই করুণ" বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে "টিকা সনদপত্র ডাউনলোড" বাটনে ক্লিক করলে টিকা সনদ সংগ্রহ করা যাবে।
Tag:covid-19 (Surokkha gov bd)vaccine certificate download bd,কোভিড ১৯ (করোনা) সার্টিফিকেট ডাউনলোড,করোনা টিকা কার্ড সংগ্রহ করার নিয়ম

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)