আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ও ভালো আছি। প্রিয় পাঠক আজকে আমরা দারুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বর্তমান সময়ে সব চেয়ে জনপ্রিয় একটি একটি ফাইল যার নাম পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইল অনেকে বানাতে পারেন না, তাই আজকে আমরা পিডিএফ ফাইল তৈরি করার নিয়ম শোখাবো। আসা করি তোমাদের উপকারে আসবে।
কিভাবে মোবাইলে পিডিএফ ফাইল বানাব
বন্ধুরা আমাদের সবারি হাতে এখন স্মার্ট ফোন তাই অনেকে কিভাবে মোবাইলে পিডিএফ ফাইল বানাব এই প্রশ্ন করে থাকেন। তাই কিভাবে মোবাইলে পিডিএফ ফাইল বানাতে হয় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো।
বর্তমানে অনলাইনে পিডিএফ ফাইল সব চেয়ে বেশি সার্চ করা হয়। স্টুডেন্ট থেকে নিয়ে সবাই বই, গাইড, গল্পের বই সব কিছু পিডিএফ ফাইল চায়। পিডিএফ ফাইলের অনেক সুবিধা রয়েছে। আপনি যে কোন গুরুত্বপূর্ণ ফাইল পিকচার তুলে মোবাইলে পিডিএফ করে রাখতে পারবেন। এখান থেকে সহজে পড়তে ও পারবেন। তাই নিচে পিডিএফ বানানো শিখলে আরো সহজ হবে অন্যের থেকে পিডিএফ খুজতে হবে না। আসুন তাহলে শিখে নেই পিডিএফ বই তৈরি করার নিয়ম।
পিডিএফ ফাইল তৈরি করার নিয়ম
পিডিএফ ফাইল তৈরি করার অনেক এপ্স প্লেস্টোরে রয়েছে। তার মধ্যে জনপ্রিয় হলো camscanner যার সাহায্যে আপনি পিডিএফ ফাইল বানাতে হবে। নিচে এপ্সের লিংক দেওয়া হলো ডাউনলোড করে নিন।
Title | camscanner |
File Size | 68 Mb |
Link | Download |
পিডিএফ বই তৈরি
বন্ধুরা এপ্সটি ডাউনলোড করার পর এপ্সটি সেটাপ করে নিবেন। তারপর নিচের দেওয়া পিকচার অনুযায়ী পিডিএফ ফাইল বানিয়ে নিন।
- প্রথমে এপ্স সেটাপ করার পর নিচের পিকচার এর মত দেখতে পাবেন। এখানে ক্যামেরা বাটনে দাগ দেওয়া এখানে ক্লিক করুন।
- এর যদি আপনার ফোনে পিকচার তুলা থাকে তাহলে import এ ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে।
- গ্যালারিতে যাওয়ার পর আপনার কাংখিত পিকচার গুলো ধারাবাহিকভাবে Select করে একদম নিচে দেখতে পাবেন পিকচার এর মত Magic Color আর Auto Crop ম্যাজিক কালারে ক্লিক করে অরিজিনাল দিবেন আর Auto crop না চাইলে ঠিক মার্ক তুলে নিবেন। তারপর একদম উপরে ডান কর্নারে Import এ ক্লিক করবেন।
- তারপর Share বাটনে ক্লিক করবেন।
- একদম লাস্ট পিডিএফ ফাইল সেইভ করার জন্য Save to Local অথবা আপনি ড্রাইভে রাখতে চাইলে drive অপশনে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন।
ফাইল তৈরির নিয়ম
মোবাইলে পিডিএফ ফাইল এডিট করার নিয়ম
পিডিএফ ফাইল এডিট করার নিয়ম
Tag:- পিডিএফ ফাইল তৈরি করার নিয়ম, কিভাবে মোবাইলে পিডিএফ ফাইল বানাবো, পিডিএফ বই তৈরি

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)