আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের দোয়ায়ে ইউনুস সম্পর্কে বিস্তারিত এই পোস্টে আলোচনা করার চেষ্টা করবো। দোয়ায়ে ইউনুস আরবি,বাংলা অর্থ সহ এবং দোয়ায়ে ইউনুস পাঠের ফজিল,কতমের নিয়ম বিস্তারিত আলোচনা করবো।
আল্লাহ তায়ালা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন । পরীক্ষার অংশ হিসেবে মাছের উদরের সেই নিকষকালো অন্ধকারে ৪০ দিন ভীষণ কষ্টের মধ্যে থেকে হজরত ইউনুস ( আ . ) আল্লাহর প্রেমের প্রতি এবং আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন । এ প্রসঙ্গে আল্লাহতায়ালা ইরশাদ করেন , ' তখন আমি তার ( ইউনুসের ) ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে এবং আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি । ' -সূরা আম্বিয়া : ৮৮
বন্ধুরা তোমরা যারা দোয়া ইউনুস আরবি,বাংলায় উচ্চারণ ছবি সহ - দোয়া ইউনুসের ফজিলত,খতমের নিয়ম ও দলিল | দোয়া ইউনুস কতবার পড়তে হয় জানতে আগ্রহী আমাদের এই আর্টিকেল তোমাদের জন্য।
দোয়া ইউনুস আরবি
لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
দোয়া ইউনুস উচ্চারণ
উচ্চারণঃ-'লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।'
দোয়া ইউনুস বাংলায়
লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।'
অর্থ : তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত।'
সূরা আম্ভিয়া আয়ার ৮৭
দোয়া ইউনুস ছবি
দোয়া ইউনুস প্রতিদিন ১০০০ বার পাঠের ফজিলত
বর্ণিত আছে , দৈনিক এক হাজার বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় , আল্লাহ তার রুজি - রোজগারে সমৃদ্ধি দান করেন , তার দুঃখ - যন্ত্রণা , পেরেশানি , অশান্তি , কষ্ট প্রভৃতি নিবারিত করেন , সকল প্রকার কল্যাণের দ্বার তার জন্য খুলে দেন , শয়তানের প্ররোচনা হতে তাকে রক্ষা করেন।
দোয়া ইউনুস খতমের দলিল
দোয়া ইউনুস কোরআনে বর্ণিত একটি দোয়া যেটাকে আমরা বড় তছবি হিসাবে জানি। যেটা খতমের দলিলের প্রয়োজন নেই। যে কোন সমস্যায় আপনি দোয়ায়ে ইউনুস খতম করতে পারবেন। এই পোস্টে অনেক গুলো হাদিস প্রমান সহ দেওয়া হয়েছে।
দোয়া ইউনুসের ফজিলত
নবী কারীম ( সাঃ ) আরও বলেনঃ মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল , লা - ইলাহা ইল্লা .... । যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অব্যশই আল্লাহ তায়ালা তার ডাকে সাড়া দেবেন । [ তিরমিজি -৩৫০৫ , সুনানে কাবুরা -১০৪৯২ , মুসনাদে আহমদ -১৪২ ও রূহুল মাআনি -৮ / ১০৯ ]
হজরত রাসূলুল্লাহ ( সাঃ ) আরও ইরশাদ করেছেন , আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর । এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা । মাঝের অংশে আছে তাসবিহ । আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি । যে কোনো চিন্তিত , দু : খিত , বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন । -কানজুল উম্মাল : ৩৪২৮
দোয়া ইউনুস খতমের নিয়ম
দোয়া ইউনুস কতবার পড়তে হয়
এখন প্রশ্ন হলো এই দোয়া ইউনুস কখন কিভাবে পড়তে হবে ? কতবার পড়তে হবে ? কতদিন পড়তে হবে ?
প্রথমতঃ এই দোয়া ইউনুস যদি কেউ প্রত্যেক ফজর নামাজ এবং এশার নামাজের পর ১১ বার পড়ার পর মোনাজাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায় ,
আল্লাহ্ তার কবুল করবেন এবং মনের কোনো আশা পূর্ণ ’ করবেন বা বিপদ থেকে হেফাজত করবেন । এইভাবে একচল্লিশ দিন একটানা পড়তে হবে ।
দ্বিতীয়তঃ কোনো কোনো বুজুর্গ বলেন , সিজদায় যেয়ে ৪০ বার দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে আল্লাহ তা দ্রুত কবুল করেন ।
তৃতীয়তঃ- বর্ণিত আছে , দৈনিক এক হাজার বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় , আল্লাহ তার রুজি - রোজগারে সমৃদ্ধি দান করেন , তার দুঃখ - যন্ত্রণা , পেরেশানি , অশান্তি , কষ্ট প্রভৃতি নিবারিত করেন , সকল প্রকার কল্যাণের দ্বার তার জন্য খুলে দেন , শয়তানের প্ররোচনা হতে তাকে রক্ষা করেন
Tag: দোয়া ইউনুস আরবি,দোয়া ইউনুস উচ্চারণ,দোয়া ইউনুস বাংলায়,দোয়া ইউনুস ছবি,দোয়া ইউনুস প্রতিদিন ১০০০ বার পাঠের ফজিলত,দোয়া ইউনুস খতমের দলিল,দোয়া ইউনুস খতমের নিয়ম,দোয়া ইউনুসের ফজিলত,দোয়া ইউনুস কতবার পড়তে হয়
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)