কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় | ভিটামিনের অভাবজনিত রোগ (PDF)

 

কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় | ভিটামিনের অভাবজনিত রোগ (PDF)

আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন? আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর শেয়ার করবো। যা আমাদের সবার জানা প্রয়োজন। আমাদের অনেক সময় অনেক রকম রোগ হয়ে থাকে কিন্তু আমরা জানি না কোন রোগ কি জন্য হয়ে থাকে। তাই আজকে আমরা তোমাদের কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। 


   
       

    কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়

    ১। কিসের অভাবে মানুষের কোয়াশিয়রকর রোগ হয় ?

    উত্তর: আমিষের

    ২। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

    উত্তর: ভিটামিন সি

    ৩। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

    উত্তর: ভিটামিন এ

    ৪। কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ?

    উত্তর: ভিটামিন বি

    ৫। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?

    উত্তর: ভিটামিন ডি

    ৬। আয়োডিনের অভাবে কি রোগ হয়?

    উত্তর: গলগণ্ড রোগ।

    ৭। কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?

    উত্তর: লৌহ।

    ৮। চর্মরোগ হয় কিসের অভাবে?

    উত্তর: চর্বি বা স্নেহ।

    ৯। কিসের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?

    উত্তর: ভিটামিন বি

    ১০। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?

    উত্তর: ভিটামিন বি১২।

    ১১। পানি কম পান করলে কী রোগ হয়?

    উত্তর: কোষ্ঠকাঠিন্য।

    ১২। ভিটামিন ‘এ’ এর অভাবে কোন রোগগুলো হয়।

    উঃ ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা, উদরাময়, সুতিকা, সর্দিকাশি, মূত্রপাথরি, কানের রোগ, চোখের রোগ হয়ে থাকে।

    ১৩। ভিটামিন ‘বি’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?

    উঃ ভিটামিন ‘বি’ এর অভাবে বেরিবেরি, নার্ভের রোগ, হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ ইত্যাদি হয়ে থাকে।

    ১৪। ভিটামিন ‘সি’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?

    উঃ ওজন কমে যাওয়া, স্কার্ভি রোগ ইত্যাদি হয়ে থাকে।

    ১৫। ভিটামিন ‘ডি’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?

    উঃ কুঁজো হওয়া, শিশুদের রিকেট রোগ, দাতের ক্ষয় ইত্যাদি হয়ে থাকে।

    ১৬। ভিটামিন ‘ই’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?

    উঃ গর্ভস্থ সন্তানের মৃত্যু, গর্ভপাত ও গর্ভস্রাব, হৃৎপিণ্ড ও ধমনীর কর্মক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি হয়ে থাকে।

    ১৭। ভিটামিন ‘কে’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?

    উঃ ভিটামিন কে এর অভাবে জন্ডিস, যকৃতের রোগ ইত্যাদি হয়ে থাকে।


    ভিটামিনের অভাবজনিত রোগ PDF

    Click Here To Download 


    Tag:কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়,অভাবজনিত রোগ (PDF) 

                                                           
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)