আসছালামু আলাইকুম প্রিয় এস এস সি ২০২২ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা ১৯ জুন ২০২২ শুরু হবার কথা ছিলো। সারা দেশে বন্যার কারনে শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করে। এখন এসএসসি শিক্ষার্থীদের সবার একটাই প্রশ্ন SSC/এসএসসি পরীক্ষা ২০২২ কবে হবে,কয় বিষয়ে হবে | এসএসসি /SSC নতুন রুটিন ২০২২ কবে প্রকাশিত হবে | ২০২২ সালের এসএসসি পরীক্ষা কবে হবে আসুন তাহলে জেনে নেই SSC/এসএসসি পরীক্ষা ২০২২ কবে হবে,কয় বিষয়ে হবে | এসএসসি /SSC নতুন রুটিন ২০২২ কবে প্রকাশিত হবে | ২০২২ সালের এসএসসি পরীক্ষা কবে হবে।
SSC/এসএসসি পরীক্ষা ২০২২ কবে হবে
বন্ধুরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক জানিয়েছেন বন্যার কারনে স্থগিত হওয়া এস এস সি ও সমমানের পরীক্ষা আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে।
এসএসসি /SSC নতুন রুটিন ২০২২ কবে প্রকাশিত হবে
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক জানিয়েছেন ঈদুল আযহার পর পরই এসএসসি নতুন রুটিন ২০২২ প্রকাশিত হবার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৭ জুন ঈদের ছুটি শেষ হবে তার ১/২ দিন পর এসএসসি রুটিন প্রকাশিত হবে।
বুধবার (২২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান আবু বকর ছিদ্দীক।
২০২২ সালের এসএসসি পরীক্ষা কয় বিষয়ে হবে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ২০২২ সালের এসএসসি পরীক্ষা সকল বিষয়ে হবে।কারন এখন পর্যন্ত কয় বিষয়ে হবে এটা সিদ্ধান্ত হয় নি। তাই আগের রুটিনে সকল বিষয় রয়েছে তাই নতুন রুটিন এই অনুযায়ী আসবে।
Tag:SSC/এসএসসি পরীক্ষা ২০২২ কবে হবে,কয় বিষয়ে হবে, এসএসসি /SSC নতুন রুটিন ২০২২ কবে প্রকাশিত হবে, ২০২২ সালের এসএসসি পরীক্ষা কবে হবে
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)