আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন।
প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আমাদের আজকের এই পোস্ট দ্বারা আপনারা জানতে পারবেন গলা ব্যথার ঔষধ/উপায় ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি গলা ব্যথার ওষুধ ও উপায় এবং অন্যান্য তথ্য জেনে আপনাদের উপকার আসবে।
আপনারা অনেকেই অনেক রকম ভাবে ইন্টারনেটের মাধ্যমে খোঁজাখুজি করছেন গলা ব্যথার কারণ এবং গলা ব্যথা থেকে মুক্তি পাওয়ার প্রতিকার/উপায় ও ঔষধ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে চান।
তাই শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আজকে আপনাদের মাঝে এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো ঠান্ডা ও গলা ব্যাথার ঔষধ, গলা ব্যথার হোমিও ঔষধ এর নাম, গলা ব্যথার কারণ ও প্রতিকার ও দ্রুত গলা ব্যাথা কমানোর উপায় সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আমাদের পোস্টে দেওয়া এই গলা ব্যথার প্রতিকার উপায়/ঔষধ গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে আপনাদের অনেক উপকার হবে।
ঠান্ডা ও গলা ব্যাথার ঔষধ
গলা ব্যথা উপশমে অনেক ঔষধ ও উপায় দেখা যায়। তার মধ্যে কার্যকরী কিছু ঔষধ ও উপায় আপনাদের মাঝে তুলে ধরবো।
আসুন নিচে ঠান্ডা ও গলা ব্যাথার ক্ষেত্রে কোন ঔষধ কার্যকরী জেনে আসি—
প্যারাসিটামল,বা আইবুপ্রোফেন এবং অন্টি-হিস্টাসিন জাতীয় ঔষধ সেবনে ঠান্ডা কাশি গলা ব্যথা নিরাময় করা সম্ভব।
অতিরিক্ত গলা ব্যাথা বা মারাত্মক অবস্থায় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এবং ডাক্তার দেওয়া পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।
গলা ব্যথার হোমিও ঔষধ এর নাম
অতিরিক্ত চিৎকারের ফলে গলা বসে যাওয়া ও ব্যাথা হওয়ার ক্ষেত্রে—
★Rhustox
★Belis p
গলায় টিউমারের জন্য গলার ব্যাথা হওয়ার ক্ষেত্রে—
★Thuj o
★Caust
গলায় এ্যালার্জি জনিত ব্যাথার ক্ষেত্রে—
★Wyethia
★Histamine
গলায় ঘা জনিত কারণে ব্যাথার ক্ষেত্রে—
★Merc s,
★Ars alb
গলায় টনসিল জনিত ব্যাথা অনুভব হলে—
★Mer-p-i
★Lyco
গলা ব্যথার কারণ ও প্রতিকার
গলা ব্যাথা সাধারণ একটা সমস্যা যেইটা থেকে বড় সমস্যায় পরিণত হতে পারে। এটা মারাত্মক রুপ নেওয়ার আগে প্রতিকার করে ফেলা জরুরি।
আসুন নিচে গলা ব্যাথার কিছু কারণ দেখে আসি—
★বেশির ভাগ সময় ঠান্ডার কারণে গলাব্যথা হয়।
★গলাব্যথা হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো ভাইরাস ইনফেকশন। ৯০ শতাংশ ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে গলাব্যথা হয়।
★গলার কোনো অংশে টিউমার বা ক্যানসারও গলা ব্যথার অন্যতম কারণ।
★অ্যালার্জির জনিত কারণে হতে পারে গলাব্যথা।
★গলায় টনসিলের কারণে গলা ব্যাথা হয়ে থাকে।
★জ্বর,ঠান্ডা, কাশির কারণেও গলা ব্যাথা হয়ে থাকে।
★অতিরিক্ত চিৎকারের কারণে গলার স্বর বা গলা ব্যাথা হয়।
গলা ব্যাথা থেকে মুক্তি পেতে বা গলা ব্যাথা এড়াতে কিছু প্রতিকার নিচে উল্লেখ করা হলো—
★ঠাণ্ডাজনিত সমস্যা হলে এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মিলিয়ে তা দিয়ে গড়গড়া করলে অনেক উপকার পাওয়া যায়।
★ঠাণ্ডাজনিত সমস্যা এক গ্লাস খুব গরম পানিতে মধু এবং লেবু মিশিয়ে তা ঠান্ডা করে তারপর পান করা যেতে পারে।
★যতটুকু সম্ভব কথা কম বলার চেষ্টা করতে হবে।
★পর্যাপ্ত তরল খাবার গ্রহণ, পর্যাপ্ত ও বাড়তি ঘুমাতে হবে। অনেক ক্ষেত্রে এ্যান্টিবায়োটিক সেবনেরও প্রয়োজন হতে পারে।
★বেকিং সোডার কার্যকারিতা অনেক। গলা ব্যথা সারাতে বেকিং সোডা ও লবণ পানি দিয়ে গার্গেল করতে পারেন।
★গোলমরিচে মেন্থল বৈশিষ্ট্য আছে। যা পাতলা শ্লেষ্মা, গলা ব্যথা ও কাশি থেকে তাৎক্ষণিত স্বস্তি দেয়।
দ্রুত গলা ব্যাথা কমানোর উপায়
দ্রুত গলা ব্যাথা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় সম্পর্কে জেনে আসি—
★আদা চা— গলা ব্যথা কমানোর আদর্শ একটি উপায় হলো আদা চা।
★তুলসি— তুলসির উপকারের কথা একবারে বলে শেষ করা যাবেনা। কফ,সর্দি,গলা ব্যাথা কমাতে তুলসী অনেক উপকারী।
★মধু পানি— গলা ব্যথায় অনেক আগে থেকে মুধ ব্যবহৃত হয়ে আসছে।
★গরম স্যুপ— গলা ব্যাথা কমাতে খুব উপকারী এই স্যুপ। গলা ব্যথার পাশাপাশি ঠাণ্ডা ও মাথাব্যথা কমাতে সাহায্য করে গরম স্যুপ।
★মেথি ও পানি— আস্ত মেথি পানিতে সারা রাত ভিজিয়ে রেখে বা মেথি গুঁড়া করে নিয়ে পানিতে মিশিয়ে খেতে হবে। এতে গলা ব্যথা দূর হবে দ্রুত।
★কিসমিস— কিসমিস গলা ব্যথা উপশমে অত্যন্ত উপদেয় একটি উপাদান।
Tag: ঠান্ডা ও গলা ব্যাথার ঔষধ, গলা ব্যথার হোমিও ঔষধ এর নাম, গলা ব্যথার কারণ ও প্রতিকার ও দ্রুত গলা ব্যাথা কমানোর উপায়
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)