নরমেন্স (Normens 5mg) ট্যাবলেট এর কাজ | নরমেন্স (Normens) ট্যাবলেট খাওয়ার নিয়ম | নরমেন্স ট্যাবলেট এর দাম কত & নরমেন্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

নরমেন্স (Normens 5mg) খাওয়ার নিয়ম | নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় | নরমেনস এর দাম,পার্শ্ব প্রতিক্রিয়া


আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন? আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক পাঠিকা আজকে আমরা তোমাদের জন্য নরমেন্স (Normens 5mg) খাওয়ার নিয়ম এবং নরমেন্স কত দিন খেতে হয় -নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়-নরমেন্স ট্যাবলেট খেলে কি মোটা হয়-নরমেনস খেয়ে মাসিক হলে কি বাচ্চা হয় এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসা করি তোমাদের উপকারে আসবে।

       

       নরমেন্স (Normens 5mg) ট্যাবলেট এর কাজ

    নরমেন্স টেবলেট -Normens 5mg

    নরমেন্স ইমার্জেন্সি পিল নয়। এটি স্বল্পমেয়াদী পিলের মতই নিয়মিত ভাবে খেতে হয় ২১ দিন। তবে এই পিল নিয়মিত ভাবে ২১ দিন খেয়ে ৭ দিন অফ রেখে আবার খাওয়া সুরু করবেন তাহলেই মাসিক নিয়মিত হবে এভাবে ৩ মাস খেলেই যথেষ্ট। যদি আপনি সহবাসের পর একটা বা দুইদিন এই নরমেন্স খান তাহলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব না।

    নরমেন্স (Normens 5mg) খাওয়ার নিয়ম | নরমেন্স কত দিন খেতে হয়

    * ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং: ১টি মেনারোল ট্যাবলেট দিনে ৩ বার করে ১০ দিন। চিকিৎসা অবশ্যই ১০ দিন পূর্ন করতে হবে।

    * প্রি-মেস্ট্রয়াল সিনড্রোম: মাসিকের লুটিয়াল সময়ে ১-৩ টি মেনারোল ট্যাবলেট খেতে হবে।

    * মাসিকের সময় নির্ধারন: মাসিকের সময় মেনারোল” এর মাধ্যমে নির্ধারণ করা যায়। ১টি করে মেনারোল ট্যাবলেট দিনে ২-৩ বার। কাঙ্খিত মাসিক শুরু হবার ৩ দিন আগে মেনারোল খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ ১০-১৪ দিন পর্যন্ত মেনারোল খাওয়া যেতে পারে। কোনভাবেই এর থেকে বেশি দিন খাওয়া যাবে না। মেনারোল বন্ধ করার ২-৩ দিনের ভিতর মাসিকের রক্তপাত শুরু হবে।

    * এন্ডামেট্রোয়সিস: স্বাভাবিক রজঃচক্রের ১ম থেকে ৫ম দিনের ভিতর চিকিৎসা শুরু করতে হবে। প্রথম দিকে ১টি মেনারোল ট্যাবলেট দিনে দুইবার করে শুরু করতে হবে, যা পরবর্তীতে ২টি করে ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে। এ চিকিৎসা ৪-৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক এবং ওভুলেশন হবে না। কোনভাবেই মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না। ওষুধ খাওয়া বন্ধের পর স্বাভাবিক মাসিক শুরু হবে।

    * মেনােরেজিয়া: ১-৩টি মেনােরাল ট্যাবলেট মাসিক চক্রের ৫ম থেকে ২৫ তম দিন পর্যন্ত খেতে হবে।

    (চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন)

    নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়

    উত্তঃ- ডাক্তারের পরামর্শ নিয়ে নরমেন্স ট্যাবলেট একটানা ২১ দিন খাওয়ার পর ৭ দিন বন্ধ রাখতে হয়। সাধারণত এই ৭ দিনের মধ্যেই মাসিক হওয়ার কথা। তবে কারও কারও ক্ষেত্রে এক মাস লেগে যেতে পারে। যদিও কিছু কিছু ক্ষেত্রে অনেকের নরমেন্স খাওয়ার পরেও মাসিক হয় না। সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হবেন। 

    নরমেন্স ট্যাবলেট খেলে কি মোটা হয়

    উত্তরঃ না। নরমেন্স ঔষধ খেলে তেমন শরীর মোটা হবে না। তবে জন্মবিরতিকরণ পিল নিয়মিত  খেলে  স্বাস্থ্য মোটা হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে। 

    নরমেনস খেয়ে মাসিক হলে কি বাচ্চা হয়

    উত্তরঃ- না মাসিক হয়ে গেলে বাচ্চা হবার আর সুযোগ থাকে না।

    নরমেন্স পিল খাওয়া বন্ধ করার পর মাসিক হচ্ছে না কেনো?

    এই পিল আপনি কিভাবে খেয়েছেন অর্থাৎ কি নিয়মে খেয়েছেন সেটি প্রশ্নে উল্লেখ্য করেন নি। তবে যেহেতু এই পিল খাওয়া বন্ধ করেছেন তাহলে অপেক্ষা করুন মাসিক হবে। তবে এই পিল গুলো ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা ঠিক না। এতে মাসিকে ঝামেলা হয়। আপনি এখন ডাক্তারের পরামর্শে আয়রনের ট্যাবলেট সেবন করুন নিজে নিজেই কখনোই কোন রকমের পিল খাবেন না।

    নরমেন্স(Normens Tablet) পার্শ্ব প্রতিক্রিয়া

    নিম্নলিখিত Normens Tablet এর কম্পোজিশনের ফলে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার একটি তালিকা। এটি একটি সম্পূর্ণ তালিকা নয়। এই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সবসময় না। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিন্তু বিরল। নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া হলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, বিশেষ করে যদি না যায়।.

    • পেট ব্যথা
    • ক্লান্ত বোধ করছি
    • সাদা স্রাব
    • বমন আবেগ
    • স্নায়বিক দুর্বলাবস্থা
    • চুল তরলীকরণ
    • বমি
    • পায়ে ব্যথা
    • ওভারিয়ান আম
    • ব্রণ
    • ফুসকুড়ি
    • রক্তপাত
    • আপনার সময়সীমার মধ্যে spotting
    • ভারী রক্তপাত সঙ্গে বেদনাদায়ক সময়সীমার
    • কোন মাসিক
    • বেদনাদায়ক স্তন
    • মাথা ঘুরছে

    আপনি যদি উপরে তালিকার বাইরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আপনি আপনার স্থানীয় খাদ্য ও ড্রাগ প্রশাসন কর্তৃপক্ষকে পার্শ্বপ্রতিক্রিয়া ঘটনার কথা রিপোর্ট করতে পারেন।

    নরমেন্স ট্যাবলেট এর দাম |নরমেনস এর দাম

    প্রতিটি ট্যাবলেটের মূল্য: ৳ ৬ (১০০ এর প্যাক: ৳ ৬০০)

    Tag: নরমেন্স (Normens 5mg) খাওয়ার নিয়ম এবং নরমেন্স কত দিন খেতে হয় -নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়-নরমেন্স ট্যাবলেট খেলে কি মোটা হয়-নরমেনস খেয়ে মাসিক হলে কি বাচ্চা হয়

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)