আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ও ভালো আছি। প্রিয় দ্বীনি ভাইয়েরা হজ্জের মৌসুম চলতেছে। করোনা র কারনে দীর্ঘ ২ বছর ঠিকমত হজ্জ যাত্রা হয় নি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই বছর বাংলাদেশ থেকে হজ্জ যাত্রা সৌদির আরবের উদ্দেশ্য যাবে। আজকের এই পোস্টে আমরা হজ্জ প্যাকেজ ২০২৩ বাংলাদেশের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। একনজরে দেখে এই পোস্টের গুরুত্বপূর্ণ তথ্যগুলো;-
নোটঃ- এখানে সকল তথ্য ২০২২ সালের নতুন কোন তথ্য এখন ও প্রকাশিত হয়নি
হজ করতে কত টাকা লাগবে ২০২৩| হজ করতে কত টাকা লাগে
বেসরকারি ব্যবস্থাপনা হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ্জ প্যাকেজ ঘোষণা অনুযায়ী কোরবানির খরচ ব্যতীত হজ প্যাকেজের খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। হাব জানিয়েছে, প্যাকেজ ঘোষণার পর রাজকীয় সৌদি সরকার কর্তৃক অতিরিক্ত কোনো ফি আরোপ করা হলে, তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। এই প্যাকেজটির নাম রাখা হয়েছে "সাধারণ প্যাকেজ"। এর আওতায় হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার ১ হাজার থেকে ১ হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।
আর সরকারি ব্যবস্থাপনায় হজ গমনইচ্ছুক প্রত্যেহ যাত্রীর জন্য প্যাকেজ -১ মোট খরচ ৫,২৭,৩৪০ ০০)(পাচঁ লক্ষ সাতাশ হাজার তিনশন চল্লিশ টাকা) নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ থেকে কত জন হজ করার সুযোগ পাচ্ছেন
এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন পবিত্র হজে যেতে পারবেন।
হজের টাকা কবে জমা দিতে হবে ২০২৩
বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রী হজ প্যাকেজের টাকা ১৮ মে’র মধ্যে এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে বা এজেন্সির অফিসে জমা দিয়ে টাকার রশিদ (মানি রিসিপ্ট) নিতে হবে।
২০২৩ সালে হজের করার নিয়ম কানুন
হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। যাঁদের জন্ম ১৯৫৭ সালের ৩০ জুন বা তার আগে, সেসব হজযাত্রী এ বছর পবিত্র হজে যেতে পারবেন না। কোরবানি খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে কমপক্ষে ৮১০ (আট শত দশ) সৌদি রিয়াল বা ১৯ হাজার ৬ শত ৮৩ টাকা আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।
প্রত্যক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকা নিতে হবে। সৌদি আরবে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯-এর আরটি–পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে।
হজ্জ প্যাকেজ ২০২৩ বাংলাদেশ













বন্ধুরা যদি পিকচার বুঝতে সমস্যা হয় তাহলে নিচে পিডিএফ ফাইল দেওয়া হলো ডাউনলোড করে নিন।
টাগঃhajj packages 2023 bangladesh, প্যাকেজ ২০২৩ ,হজ করতে কত টাকা লাগবে, মোট যাত্রী কত বিস্তারিত