আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা ২০২২ সালের এস এস সি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে। যারা এখন ও SSC Exam Routine 2022 ডাউনলোড করেন নাই নিচে দেওয়া হয়েছে ডাউনলোড করে নিন।
২০২২ সালের এসএসসি পরীক্ষা কবে থেকে শুরু
উত্তরঃ- ২০২২ সালের এসএসসি পরীক্ষা ১৯ জুন ২০২২ থেকে শুরু হবে।
১৩/০৭/২০২২ বুধবার হতে ১৯ / ০৭ / ২০২২ মঙ্গলবার পর্যন্ত । ( উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে ) এবং ২০/০৭/২০২২ ( বুধবার ) তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র , স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে ।
বিশেষ নির্দেশাবলি :
১ । পরীক্ষা শুরুর ৩০ ( ত্রিশ ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২।প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে ।
৩।প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল / রচনামূলক ( তত্ত্বীয় ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না । বহুনির্বাচনী ( MCQ ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল ( CQ ) / রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট ।
৪। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে ।
৫। সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা , স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে । সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে ।
৬।পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর , বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে । কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭। পরীক্ষার্থীকে সৃজনশীল / রচনামূলক ( তত্ত্বীয় ) , বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে ।
৮।প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় / বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।
৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা ( সৃজনশীল / রচনামূলক ( তত্ত্বীয় ) , বহুনির্বাচনি ও ব্যবহারিক ) নিজ বিদ্যালয়ে / প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না । পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে ।
১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন - প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ।
১১ । কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি / পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না ।
১২ । সৃজনশীল / রচনামূলক ( তত্ত্বীয় ) , বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে ।
১৩। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র / ভেন্যুতে অনুষ্ঠিত হবে ।
১৪ । পরীক্ষার ফল প্রকাশের ০৭ ( সাত ) দিনের মধ্যে পুন : নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে ।
এসএসসি পরীক্ষার রুটিন /সময়সূচি ২০২২
এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ পিডিএফ ডাউনলোড
Tag:(এসএসসি /SSC পরীক্ষার রুটিন ২০২২, এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ পিডিএফ ডাউনলোড,SSC Routine 2022 PDF Download
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)