লাইলাতুল কদরের রাত্রি চিনার ৭ টি আলামত | শবে কদর চেনার উপায়/আলামত

আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আলাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা লাইলাতুল কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম।  হাদিস শরিফে এসেছে, ‘তোমরা শেষ দশকের বেজোড় রাতে শবে কদর তালাশ করো।’ (বুখারি, হাদিস : ২০১৭)  


বন্ধুরা লাইলাতুল কদর চেনার জন্য হাদিসে রাসুল সাঃ কিছু আলামত বলেছেন আমরা সে গুলো এখন দেখার চেষ্টা করবো। 

লাইলাতুল কদরের রাত্রি চিনার ৭ টি আলামত | শবে কদর চেনার উপায়


       
       

    লাইলাতুল কদরের রাত্রি চিনার ৭ টি আলামত 


     রাসূল (সা; ) বলছেন , 

     ১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না ।

     ২.নাতিশীতোষ্ণ হবে । অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না । 

    ৩.মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে । 

    ৪.সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে । 

    ৫.কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন । 

    ৬.ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে । 

    ৭.সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে । যা হবে পূর্ণিমার চাঁদের মত । 

    -সহীহ ইবনু খুযাইমাহ : ২১৯০ ; বুখারী : ২০২১ ; মুসলিম : ৭৬২


    টাগঃ-লাইলাতুল কদরের রাত্রি চিনার ৭ টি আলামত,  শবে কদর চেনার উপায় 

                                   
    Previous Post Next Post

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)