১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২৩ |স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২৩ |স্বর্ণের যাকাতের হিসাব ২০২৩

১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২২ |স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২২ |স্বর্ণের যাকাতের হিসাব ২০২২

       
       

    ১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২৩

    আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আজকে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। আসা করি তোমাদের উপকারে আসবে। বন্ধুরা অনেকে আছেন যারা ১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২৩ -স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২৩ -স্বর্ণের যাকাতের হিসাব ২০২৩  যানেন না। তাই গুগলে অনেকে সার্চ করে থাকেন। তাই আজকে আমরা এই পোস্টে১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২৩ -স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২৩ -স্বর্ণের যাকাতের হিসাব ২০২৩  টাকা শেয়ার করেছি। 


     স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২৩ |স্বর্ণের যাকাতের হিসাব ২০২৩

    উত্তরঃ যদি ৭.৫ ভরি বা তার থেকে বেশি পরিমান স্বর্ণ অথবা ৫২.৫ ভরি বা তার থেকে বেশি পরিমান রূপা পূর্ণ এক চন্দ্র বছর জমা থাকে, তাহলে তাকে সেটার মোট মূল্যের ৪০ ভাগের ১ ভাগ বা, শতকরা ২.৫ টাকা (প্রতি ১০০ টাকায় ২.৫ টাকা) হারে যাকাত দিতে হবে।উদাহরণঃ যেমন ধরুন, কারো কাছে ১০ ভরি স্বর্ণ আছে। এটা নিসাবের পরিমানের থেকে বেশি, তাই তাকে যেইভাবে হিসাব করতে হবেঃ১০ * প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য * ০.০২৫ = যেই টাকা আসবে, সেই পরিমান টাকা তাকে যাকাতের খাতগুলোতে ব্যয় করতে হবে। 



    টাগঃ১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২৩, স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২৩, স্বর্ণের যাকাতের হিসাব ২০২৩

                                   
    Previous Post Next Post

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)