ছেলেদের ইমপ্রেস করার মেসেজ |ছেলেরা কিভাবে প্রেমে পড়ে | ছেলে পটানোর মিষ্টি কথা


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


ছেলেদের ইমপ্রেস করার মেসেজ |ছেলেরা কিভাবে প্রেমে পড়ে | ছেলে পটানোর মিষ্টি কথা


আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্ধ সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের এই পোস্টে শেয়ার করবো ছেলেদের ইমপ্রেস করার মেসেজ, ছেলেরা কিভাবে প্রেমে পড়ে --ছেলে পঠানোর মিষ্টি কথা।

ছেলেরা কিভাবে প্রেমে পড়ে 

বন্ধুরা মেয়েদের পটাতে ছেলেদের অনেক কিছু করতে কিন্তু ছেলেদের পটাতে মেয়েদের এত কস্ট হয় না। দুই একটা মিস্টি কথা এবং এক দুই দিন মিস্টি দুইটা হাসি দিলেই ছেলেরা সিগনাল পেয়ে যায়। তাই মেয়েদের এত কস্ট হয় না ছেলে পটাতে। আর যদি ফেসবুকে বা মোবাইলের মাধ্যমে ছেলেদের পটাতে হয় সুন্দর সুন্দর রোমান্টিক কিছু মেসেজ দিলেই ছেলেরা ইমপ্রেস হয়ে যায়। আসুন তাহলে কিছু ছেলেদের ইমপ্রেস করার মেসেজ,ছেলে পটানোর মিস্টি কথা কিছু দেখে নেই।

ছেলেদের ইমপ্রেস করার মেসেজ 

১ নাম্ভার

দেখতে দারুন তুমি তরুন,

আমার প্রিয় মানুষ। 

হৃদয়ের অচেনা বাড়িতে,

আসিলে তুমি তাই ভালোবাসা-হলে আমার কি দোষ?

২ নাম্ভার

তুমি বীর পুরুষ,,,

আমার সপ্নে তুমি 

সাহসী যোবক চাইলে

তুমি করিবো না আপোশ।

৩ নাম্ভার

ফুলের গন্ধে আসিবে জানি
ফিরে যেও না আর। 
ভালোবেসে বধুবেসে
নিয়ে যাও বাড়িতে তুমার।

৪ নাম্ভার

শীতের চাঁদর জড়িয়ে তুমি,
কুয়াশার মাঝে দাড়িয়ে,
শীতল শিশিরের স্পর্শে,
কখনও কি শিহরিত হয় মন?
আমি তো আছি তোমার পাশে সারাক্ষণ।

৫ নাম্ভার

তোমাকে মনে পড়ে যখন থাকি নীরবে,
সব সময় তোমাকে ভাবি শুধু অনুভবে,
তোমাকে দেখি স্বপ্ন চোখের প্রতিটি পলকে,
তোমাকে এতটাই আপন ভাবি আমার প্রতি নিশ্বাস ও বিশ্বাসে।

৬ নাম্ভার

আমার চোখে ঝর্ণা বহে,
মনে দুখের গান।
তোমাকে যদি না পাই, দিব মোর প্রাণ।

শুনতে চাই তোমার কথা,
ধরতে চাই তোমার হাত,
কেমন করে তোমায় ছাড়া
থাকি দিন রাত।

৭ নাম্ভার

মনটা যদি হতো আকাশ,তুমি হতে চাঁদ
ভালোবেসে যেতাম তোমায়,
হাতে রেখে হাত
সুখ যদি হতো হৃদয়,
তুমি হতে হাঁসি,
হৃদয়ের দুয়ার খুলে তোমায়,
বলতাম ভালোবাসি।

৮ নাম্ভার

আমি তো তোমাকে শুধু মনে রাখিনি, রেখেছি হৃদয়ে,

মন ভুলে যেতে পারে, হৃদয় কখনো ভুলে না,

আমার প্রিয়, আমি তোমাকেই ভালোবাসি।

৯ নাম্ভার

একমুঠো  সুখ , একমুঠো ভালোবাসা,
যেন তোমার মুখ দেখে খুজে পাই ।
তুমি আমার চাঁদনী, জোৎস্না রাতের ফুল,
আমি তোমায় দেখবো বলে, হয়ে পরেছি বেকুল।

১০ নাম্ভার

ভালবাসা যতো পেয়েছি, তোমার থেকে।,
এই মন চায়, আরো বেশি পেতে।
কি জানি,কি আছে তোমার মধ্যে,
কেনো যে এ মন চায়, আরো বেশি করে তোমাকে কাছে পেতে।

ছেলে পটানোর মিষ্টি কথা

১১ নাম্ভার

ভালোবাসার  সব রং যেনো ছড়িয়ে দিলাম তোমার কাছে,
তুমি রাঙ্গিয়ে নিও তোমার সেই অবুঝ মন,
অবুঝ মনের স্বপ্নগুলোতে উড়িয়ে দিলাম,
বাতাসে তুমি সাঁজিয়ো তোমার নিজের জীবন।

১২ নাম্ভার

আমাদের সম্পর্কটা যেনো টম এবং জেরির মতো।

আমরা একে অপরকে খুব জ্বালাতন করি,
একে অপরকে মাঝেমাঝে তাড়া করি,
কে অপরের সাথে করি রাগ ,
একে অপরকে খুব বেশি বিরক্ত করি
কিন্তু একটি সত্য হলো আমরা একে অপরকে ছাড়া পারি না কাটাতে কোন মূহুর্ত।

১৩ নাম্ভার

দিন যায় আবার দিন আসে,
সময়ের সাথে স্রােতে ভেসে,
কেউ কাঁদে কেউবা হাসে,
তাতে আমার কি যায় আসে,
খুঁজে দেখে আসো পাশে,
কেউ কি তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে?

১৪ নাম্ভার

আমি তোমার প্রতি আমার ভালবাসার বর্ণনা দিতে গিয়ে,
লক্ষ লক্ষ কবিতা লিখতে পারি,
তবে এটি কি কখনও পর্যাপ্ত হবে??

শব্দ দিয়ে কি আমার ভালবাসা প্রকাশ করে শেষ হবে?

১৫ নাম্ভার

জীবনে আমি অনেক অনেকবার প্রেমে পড়েছি।
কিন্তু প্রতিবারই যেনো, এটি তোমর সাথে ছিল!
তোমার মায়ায় নিজেকে অনেক বেশি আসক্ত করে ফেলেছি।


Tag:ছেলেদের ইমপ্রেস করার মেসেজ, ছেলেরা কিভাবে প্রেমে পড়ে,ছেলে পটানোর মিষ্টি কথা



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন