লাইলাতুল কদর অর্থ কি |কদর শব্দের অর্থ কি

 


আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আসা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা প্রতিনিয়ত তোমাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। লাইলাতুলকদর সামনে রেখে অনেকে কদর শব্দের অর্থ কি জানতে চায়। তাই  আজকে আমরা তোমাদের জন্য লাইলাতুল কদর অর্থ কি এটার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।

লাইলাতুল কদর অর্থ কি |কদর শব্দের অর্থ কি


       
       

    লাইলাতুল কদর অর্থ কি |কদর শব্দের অর্থ কি

    শবে কদর (ফারসি: شب قدر‎‎) বা লাইলাতুল কদর (আরবি: لیلة القدر‎‎) এর অর্থ "অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত" বা "পবিত্র রজনী"। ফার্সি ভাষায় "শাব" ও আরবি ভাষায় "লাইলাতুল" অর্থ হলো রাত্রি বা রজনী, অন্যদিকে ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হল ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে ইসলাম ধর্মের ধর্মপ্রচারক মহানবী হযরত মোহাম্মদ (সঃ)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত। কুরআনের বর্ণনা অনুসারে, আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিবছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে তারা বিশ্বাস করে।

    টাগঃলাইলাতুল কদর অর্থ কি, কদর শব্দের অর্থ কি

                                   
    Previous Post Next Post

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)