আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা অনেকে আছেন যারা জানেন না বিতর নামজের নিয়ম ও নিয়ত জানেন না তাই অনেক গুগলে বিতর নামাজের আরবি,বাংলা নিয়ত উচ্চারণ সহ এটি জানার জন্য সার্চ করে থাকেন। তাই আজকের আমাদের এই পোস্ট থেকে সহজে জেনে নিতে পারবেন বিতর নামাজের আরবি,বাংলা নিয়ত উচ্চারণ সহ আসুন তাহলে জেনে নেই।
বিতর নামাজের সময়
বেতের নামাজের সময় বিভিন্ন ইমামা সাহেব-গনের মতে বেতরের নামাজ এশার নামাজের পর থেকে সুবহি সাদিকের পূর্ব মুহুর্ত পর্যন্ত থাকে। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা (রহঃ) এর মতে এশারের বেতের নামাজের একই সময়।
বেতেরের নামাজ নির্দিস্ট সময়ের মধ্যেই আদায় করতে হয় । কিন্তু যারা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের উদ্দেশ্যে জাগ্রত থাকার অভ্যাস করেছেন,কেবল ঐ সব লোকেরাই শেষ রাতে তাহাজ্জুদের পর বেতেরের নামাজ আদায় করতে পারেন। কেননা রাসুলে করীম (সাঃ)এই নিয়মেই আদায় করতেন । আর যাদের শেষ রাতে ঘুম হতে জাগ্রত হওয়ার অভ্যাস নেই,তারা অবশ্যই এশার নামাজের সাথে আদায় করবেন।
বিতর নামাজের আরবি,বাংলা নিয়ত উচ্চারণ সহ
♦ আরবি-উচ্চারন
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْوِتْرِوَاجِبُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
♦ বাংলা-উচ্চারন
নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল বিতরে ওয়াজিবুল্লাহি তা’য়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।
♦ বাংলা অর্থ
আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করছি।আল্লাহু আকবার।
বিতর নামাজের নিয়ম | ৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম
১.প্রথমে অজু করে পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়বে।
২.মনে মনে বিতর নামাজের নিয়ত করুন।এবং আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে নারীরা বুকের উপর ও পুরুষেরা নাভীর উপরে হাত বাঁধবে (বাম হাঁতের উপরে ডান হাত)।
৩.সানা পড়বে।
৪.এবার মনে মনে -আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করুন।
৫.সূরা ফাতিহা পড়বে এবং তারপরে অন্য একটি সূরা মিলাবে।
৬.ধীর-স্থিরভাবে রুকু ও দুই সিজদা করে উঠে দাঁড়াবে এবং পূর্বের ন্যায় হাত বাঁধবে।
৭.সূরা ফাতিহা পড়বে এবং অন্য কোন সূরা মিলাবে।
৮.পূর্বের ন্যায় রুকু সেজদা করে উঠে না দাঁড়িয়ে সোজা হয়ে বসবে (প্রথম বৈঠক),এবং তাশাহুদ পাঠ করবে।
৯.আল্লাহু-আকবার বলে উঠে দাঁড়িয়ে হাত বাঁধবে এবং সূরা ফাতিহা পাঠ করবে। ফরজ নামাজ না হলে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলাবে।
১০.বিতরের নামাজে তৃতীয় রাকাতে রুকু সেজদার আগে পুনরায় একটি তাকবির দিয়ে হাত বাঁধবে এবং দোয়া কুনুত পাঠ করবে।
আরো দেখুনঃ- দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ সহ ক্লিক করে শিখে নিন
১১.সম্পূর্ণভাবে রুকু-সেজদা করবে এবং উঠে না দাঁড়িয়ে বৈঠকে বসবে। বৈঠকে তাশাহুদ,দরুদ ও দোয়া মাসুরা পাঠ করবে। অতঃপর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
এশার তিন রাকাত বেতের নামাজের নিয়ম
এশার বেতের নামাজের নিয়ত
মেয়েদের বেতের নামাজের নিয়ম
টাগঃবিতর নামাজের আরবি,বাংলা নিয়ত উচ্চারণ সহ | বিতর নামাজের নিয়ত ও নিয়ম | ৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)