Mrna কি | Mrna এর কাজ কি

আসছালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের মাঝে শেয়ার করবো Mrna কি -Mrna এর কাজ কি। অনেকে আছেন যারা এই সব প্রশ্নের উত্তর গুগলে খুজে থাকেন তাই আজকের আমাদের এই পোস্ট। 

       
       

    Mrna কি 

    যে সব RNA জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষনের ছাঁচ হিসেবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামিনো এসিড অনুক্রম বাছাই করে তাদেরকে বর্তাবহ বা মেসেন্জার RNA বা mRNA ।

    mRNA
    Mrna কি | Mrna এর কাজ কি


    DNA থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে mRNA সৃষ্টি হয়। mRNA এক সূত্রক চেইনের মত, ফাঁস বিহীন এবং অত্যন্ত ক্ষনস্থায়ী । mRNA এর 5’ প্রান্তের কয়েকটি বেস কোডনবিহীন, এ প্রান্তকে  5’ লিডার বলে। আবার 3’ প্রান্তের কয়েকটি বেস কোডনবিহীন, এ প্রান্তকে 3’ ট্রেলার বলে। মাঝখানের অঞ্চলকে কোডিং অঞ্চল বলে। পরপর তিনটি বেস মিলে একটি কোডন হয়। 

     Mrna এর কাজ কি

    # নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষনের বার্তা নিউক্লিয়াস হতে সাইটোপ্লাজমে বহন করে।

    # রাইবোসোম ও tRNA এর সাহায্যে নির্দিষ্ট অ্যামাইনো এসিডের অনুক্রমের শৃঙ্খল তৈরি করে।


    Tag:Mrna কি, Mrna এর কাজ কি

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)