সংবেদি অঙ্গসমূহের গঠন , কাজ এবং এর যত্নে সচেতনতা|ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির এসাইনমেন্ট ২০২২ বিজ্ঞান ৫ম সপ্তাহ |৬ষ্ট শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২



       
       

    Class 6/Six 5th Week Assignment Answer Science

    ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির এসাইনমেন্ট ২০২২ বিজ্ঞান ৫ম সপ্তাহ

    ৬ষ্ট শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ 

    বিষয় : বিজ্ঞান 

    শিরোনাম : সংবেদি অঙ্গসমূহের গঠন , কাজ এবং এর যত্নে সচেতনতা



    খ নং প্রশ্নের উত্তর

    নিচে চোখের লেন্স , রেটিনা ও আইরিশের যথাযথভাবে কাজ বর্ণনা 

    লেন্স : পিউপিলের পেছনে একটি দ্বি - উত্তল লেন্স থাকে । লেন্সটির মাঝখানের দুই দিক উঁচু আর আগাটা সরু । লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে এ পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে । এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে । 

    রেটিনা : রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর । এটি একটি আলোক সংবেদি স্তর । এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে । চোখের লেন্সটি চক্ষু গোলককে সামনে ও পেছনে দুইটি অংশে বিভক্ত করে । এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে । সামনের প্রকোষ্ঠে জলীয় এবং পেছনের মতো তার প্রকোষ্ঠে এক বিশেষ ধরনের জেলীর মতো তরল পদার্থ থাকে , যা চক্ষুগোলকে আলোকরশি প্রবেশ পষ্টি সরবরাহ এবং চক্ষগোলকের আকার বজায় রাখতে সহায়তা করে। 

    আইরিশ : কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে । একে আইরিশ বলে । আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে , যাকে পিউপিল বলে । আইরিশ পেশি দিয়ে তৈরি । একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি আইরিশের পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে । আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে । এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে । 

    গ নং প্রশ্নের উত্তর

     অন্তঃকর্ণ একটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত । অন্তঃকর্ণ দুটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত ।

     ( ক ) ইউট্রিকুলাস : অন্তঃকর্ণের এ প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত । এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস । নালির ভিতরের এ রস যখন নড়ে বা আন্দোলিত হয় , উদ্দীপ্ত হয় । আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় তখনই স্নায়ুগুলো 

    ( খ ) স্যাকুলাস : অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো প্যাচানো নালিকার মতো । একে ককলিয়া বলে । ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদি কোষ থাকে । প্যাচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে । কানের যত্ন : কান আমাদের শ্রবণ ইন্দ্রিয় । কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি । কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে , তা হলো

    • নিয়মিত কান পরিষ্কার করা ।
    •  গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকা । 
    • কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া । •
    •  উচ্চ শব্দে গান না শুনা । 

     ঘ নং প্রশ্নের উত্তর 

    জিভ বা জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক , ঝাল , মিষ্টি , তিতা স্বাদ গ্রহণ করে থাকি । এটা আমাদের স্বাদ র স্বাদ ইন্দ্ৰিয় । নিচে এ করা হলো এর কাজ ও যত্ন ব্যাখ্যা

    জিহ্বার কাজ 

    •  খাবার গিলতে সাহায্য করা ।
    •  খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয় । ফলে খাদ্যবস্তু 
    •  খাদ্যের স্বাদগ্রহণ করা । ●
    •   চিবানো সহজতর হয় । 
    •  খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে । 
    • জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে ।
    জিহ্বার যত্ন খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ । জিহ্বার যত্ন নিতে হলে যা করতে হবে তা হলো

     ● দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করা । শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত । তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে
     • অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে । জ্বর হলে সাধারণত এটা হয় । এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায় ।

     
    ● শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো ছোট ছোট দাগ দেখা দেয় এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ  থেকে হয়।
     ● মুখ জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে ।

    Tag:Class 6/Six 5th Week Assignment Answer Science |ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির এসাইনমেন্ট ২০২২ বিজ্ঞান ৫ম সপ্তাহ |৬ষ্ট শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২২ 

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)