আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা ২৬ শে মার্চ মহান বিষয় দিবস আমাদের মাঝে চলে আসছে। তাই অনেকে আছেন ২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস এটা জানেন না। তাই আজকের আমাদের এটাই আলোচনার বিষয়।
২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস
১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে বাংলাদেশের মানুষেরওপর নির্মম হামলাকরা হয়। যা অপারেশন সার্চলাইট নামেপরিচিত। এটা সেদিনরাত ১১:৩০ মিনিটের সময়শুরু করাহয়। পরিকল্পনা ছিল বাংলাদেশের তরুণসমাজকে দুর্বল করেদেওয়া এবং বঙ্গবন্ধুকে গ্রেফতার।
পরিকল্পনা অনুযায়ী নিরস্ত্রবাঙালির ওপর হামলা চালানোরপর, সে রাতেই ২৬ শেমার্চ রাত ১:৩০ মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেফতার করাহয়। কিন্তু গ্রেফতার হওয়ার কিছুক্ষণআগেই বঙ্গবন্ধু ঘোষণা করেন (Wireless) যে, “আজ হতে বাংলাদেশ স্বাধীন।” অর্থাৎ সেদিনথেকে আমরা আর পাকিস্তানের অংশনই। আমরা স্বাধীন হয়ে গেছি। মূলত স্বাধীনতা আমরা সেদিনই লাভ করেছি। তাই ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
Tag:২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)