রোমান্টিক প্রেমের কথা | রাতের রোমান্টিক কথা | রোমান্টিক মেসেজ


আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

প্রিয় বন্ধুরা যারা রোমান্টিক মানুষ আছেন এবং রোমান্টিক কথা মেসেজ পছন্দ করেন। আর যারা নিজের প্রেমিক/প্রেমিকাকে এসব রোমান্টিক মেসেজ দেওয়া জন্য ইন্টারনেটে সার্চ করছেন। আজকে তাদের জন্য এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো রোমান্টিক প্রেমের কথা, রাতের রোমান্টিক কথা, রোমান্টিক মেসেজ। আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে পোস্টে দেওয়া রোমান্টিক কথা ও মেসেজগুলো। 


    রোমান্টিক প্রেমের কথা  

    ★দেখো চাঁদের দিকে কত যে কষ্ট তার বুকে,,,,,, 

    কখনো কালো মেঘ ঢেকে যায়,,,,,,কখনো সে জোৎস্না হারায়,,,,

    তবুও জোৎস্না ছড়িয়ে সে হাসে,,কারন সে আকাশ কে ভালবাসে,,,,,,!!!!

    ★যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার,,,,,আমি বলব চোখের পাতা নড়ে যতবার,,,,

    যদি বলো তোমায় ভালবাসি কত,,,,,,আমি বলব আকাশে তারা আছে যত,,,,,!!!

    ★বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,,,,,কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,,,,,,

    তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,,,,,,,মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি,,,,,!!!!

    ★চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,,,,,সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,,,,,,

    ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,,,,,,কিন্তু তোমাকে ভালবেসে যাবো,,,,,আমার শেষ নিশ্বাস পর্যন্ত,,,,,!!!!

    ★ভালোবাসা হল এমন একটি শ্বাস,,,,,যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল,,,,

    ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম,,,,,রাখা হয়েছে ভালোবাসা,,,,,!!!!


    রাতের রোমান্টিক কথা  

    ★কামনা করি সব দেবদূতরা যেন তোমার রাতের সব স্বপ্নগুলোকে মিষ্টত্বে ভরিয়ে তোলে,,,,,আর তোমার চোখে যেন দিয়ে যায় গভীর ঘুম,,,,,,!!!!

    ★রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি,,,,,, এই মনে একা একা তার ছবি আঁকি , জোস্নার নীল আলো তার চোখে ভাসে,,,,, বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশ,,,,!!!!

    ★রাতের গায়ে তারার বাড়ি,,,,,, চাঁদটা ছিলো আমার ঘুড়ি,,,,,, গল্প শুনি ঠাকুমার কাছে, ভুতের বাড়ি তেতুল গাছে,,,,,, ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,,,,,, স্বপ্ন দেখি দুচোখ ভরি,,,,,!!!!

    ★রাত শুধু আঁধার নয়,,,,,, একটু খানি আলো,,,,,, রাত শুধু খারাপ নয়,,,,, স্বপ্ন গুলো ভালো,,,,, তাই ঘুমিয়ে পড় ভাল থেকো,,,,,!!!!!

    ★এই তোমার জন্য একটা গিফট আছে,,,,, তুমি কি নেবে? ওকে দিচ্ছি! কিন্তু আগে তুমি ঘুমাও,,,,, কারন আমার গিফট টা হলো স্বপ্ন,,,,!!!!

    ★পাগলী আমার ঘুমিয়ে পড়েছে,,,,, মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত সে কথা যদি সে জানতো,,,,,,!!!! 


    রোমান্টিক মেসেজ

    ★ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি,,,,,ভালোবাসা মানে রুপালি উজান,,,,,

    ভালোবাসা মানে জোছনার গান,,,,ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী,,,,!!!

    ★বন্ধুকে ভালবাসার মানুষের জায়গায় বসানো যায়,,,,,কিন্তু ভালবাসার মানুষকে কখনও শুধু,,,,,বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না,,,,,!!!!

    ★এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা,,,,,,হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়,,,,,

    তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও,,,,,সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়,,,,,!!!!

    ★ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,,,,,কখনো মনে হবে না যে সে দূরে আছে,,,,,,যদি সে অনুভবে মিশে থাকে,,,,,!!!!

    ★ভালোবাসা পরিমাপ এর একক হলো বিশ্বাস,,,,,একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে,,,,,তাদের ভালবাসার পাল্লা তত ভারী হবে,,,,!!!!

    ★মানুষের মাঝে আছে মন,,,,,,মনের মাঝে প্রেম,প্রেমের মাঝে জীবন,,,,,

    জীবনের মাঝে আশা,আশার মাঝে ভালবাসা,,,,,আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি,,,,,!!!



    Tag: রোমান্টিক প্রেমের কথা, রাতের রোমান্টিক কথা, রোমান্টিক মেসেজ


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন