SSC Pre Test Exam Bangla Suggestion 2021 ( All Board) | এসএসসি প্রি টেস্ট (প্রাক নির্বাচনী) পরীক্ষার বাংলা ১ম ও ২য় পত্র সাজেশন ২০২১

SSC Pre Test Exam Bangla Suggestion 2021 ( All Board)


       
       
                             

    SSC Pre Test Exam Bangla Suggestion 2021 ( All Board) 

    বাংলা প্রথম পত্র 

    গদ্যাংশঃ সিলেবাস

    ১. সুভা
    ২. শিক্ষা ও মনুষ্যত্ব
    ৩. মমতাদি
    ৪. একাত্তরের দিনগুলি

    পদ্যাংশঃ সিলেবাস

    ১. বঙ্গবানী
    ২. মানুষ
    ৩. রানার
    ৪. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা

    সৃজনশীল অংশ :


    গদ্য থেকে ২ টি এবং কবিতা থেকে ২ টি করে বমাট ৪ টি প্রশ্ন থাকবে । উভয় অংশ থেকে ১ টি করে মোট ২ টি প্রশের উত্তর দিতে হবে । ২০ নম্বর

    বহুনির্বাচনী অংশ : ১৫


    গদ্য , কবিতা এবং ব্যাকরণ থেকে ৫ টি করে মোট ১৫ টি প্রশ্ন থাকবে।

    ব্যাকরণ অংশঃ

    ৩য় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ : সমাস
    সপ্তম পরিচ্ছেদ : উপসর্গ
    নবম পরিচ্ছেদ : কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা :
    দশম পরিচ্ছেদ : তদ্ধিত প্রত্যয়

    ব্যাকরণ অংশ থেকে শুধুমাত্র ৫ টি বহুনির্বাচনী ( নৈর্ব্যক্তিক ) প্রশ্ন থাকবে

    অনুচ্ছেদ লিখন

    ১. নিরাপদ সড়ক ,
    ২. ফেসবুক ও অপসংস্কৃতি ,
    ৩. জাতীয় পতাকা ,
    ৪. ইন্টারনেট , শিশুশ্রম ,
    ৫. শিক্ষা ও মনুষ্যত্ব ,
    ৬. একুশে বইমেলা ,
    ৭. বৈশাখী মেলা ,
    ৮.পরীক্ষার পূর্ব রাত্রি
    ৯. বই পড়ার আনন্দ ,
    ১০. তথ্যপ্রযুক্তি ,
    ১১. বিশ্বায়ন ,
    ১২. পরিবেশ দূষণ ,
    ১৩. স্বপ্ন ডানা
    ১৪. নিরাপদ সড়ক চাই ,
    ১৫. খাদ্যে ভেজাল ,
    ১৬. সত্যবাদিতা ।

    পত্র লিখন

    ১. তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ ।
    ২. প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখ ।
    ৩. রুখতে হবে জঙ্গিবাদ এই শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর ।
    ৪. স্কুলের ছাত্রাবাস্ সমস্যা ও তার সমাধান কল্পে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই মর্মে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন রচনা কর ।
    ৫. বই পড়ার আনন্দ সম্পর্কে বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ ।
    ৬. একজন শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে একটি মানপত্র রচনা কর ।
    ৭. তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
    ৮. লকডাউনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র লিথ ।

    ৯. মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র রচনা কর।

    ১০. তোমার এলাকায় বন্যা পীড়িত জনগণের জন্য সাহায্য প্রার্থনা করে সংবাদপত্রে প্রকাশের উপরে একটি রচনা কর ।
    ১১. মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার নিকট একটি পত্র লেখ
    । ১২. নিরাপদ সড়ক চাই এই শিরোনামে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ ।
    ১৩. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা কর ।
    ১৪ . গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর সুদীপ্তকে একটি পত্র লেখ ।
    ১৫. ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।

    সারাংশঃ

    ১. বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ।
    ২. মাতৃস্নেহের তুলনা নাই
    ৩. আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব
    ৪. মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সষে তুলনা করা যেতে পারে
    ৫. অভ্যাস ভয়ানক জিনিস । একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন

    সারমর্ম

    ১. কোথায় স্বর্গ , কোথায় নরক
    ২. এসেছে নতুন শিশু
    ৩. ধন্য আশা কুহকিনী
    ৪. দৈন্য যদি আসে আসুক
    ৫. যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে
    ৬. আমার একার সূখ সূখ নহে ভাই
    ৭. একদা ছিল না জুতা চরণ যুগলে
    ৮. দাও ফিরে সে অরণ্য লও এ নগর

    এসএসসি প্রি টেস্ট (প্রাক নির্বাচনী) পরীক্ষার বাংলা ১ম ও ২য় পত্র সাজেশন ২০২১


    Tag:SSC Pre Test Exam Bangla Suggestion 2021 ( All Board) | এসএসসি প্রি টেস্ট (প্রাক নির্বাচনী) পরীক্ষার বাংলা ১ম ও ২য় পত্র সাজেশন ২০২১ 

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)