৭ম/সপ্তম শ্রেণির/শ্রেণীর ১৯তম সপ্তাহের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ | ৭ম/সপ্তম শ্রেণির ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর/সমাধান ২০২১ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা || Class 7 Assignment answer 2021 Hinduism And Moral Education 19week PDF


    ৭ম/সপ্তম শ্রেণির/শ্রেণীর ১৯তম সপ্তাহের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১  

    তারিখঃ 

    বিদ্যালয়ের নামঃ 

    স্থানঃ 

    বিষয়ঃ নারীর প্রতি মর্যাদা দান ধর্মের অঙ্গ সামাজে বাক্যটির প্রতিফলন নিয়ে আলোচনা ।


    জনাব , 

    আমাদের হিন্দু ধর্মে নারীর স্থান অনেক উপরের স্থানে।নারী কখনো একজন মা , কখনো স্ত্রী , কখনো বোন , কখনো দেবী।নারী মায়ের জাতি তাদের আমাদের ধর্মে দেবীর মতোই সমান প্রদর্শতি হয়ে থাকে।আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতেও নারীদের সর্বোচ্চা সাম্মান দেওয়া হয়েছে।যেমনঃ - শ্রীমদভগবত গীত , রামায়ণ , মহাভারত , বেদ , উপনিষদ । আমাদের রাময়ণের থেকে নারী প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা পাই।সেখানে ভগবান শ্রীরাম আমাদের শিখিয়েছেন কিভাবে নারীর প্রতি সম্মান ও মর্যাদা দেখাতে হবে ।

    আমাদের পরিবারে আমরা পুরুষেরা যতটুকু স্বাধীনতা ও মত বিনিময়ের সুযোগ পাই ঠিক নারীরাও পায়।আমাদের পরিবারের যেকোনোব কিছুর সিদ্ধান্ত গ্রহন করতে নারী পুরুষ সকলের মতামত জানতে চাওয়া হয়।সকলের মতামতের ভিত্তিতেই কোন কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়।আমাদের একটি আদর্শ সনাতনী পরিবার | আমাদের পরিবারে পড়ালেখা এবং কেনাকাটা মত বিনিময় সব কিছুতেই নারীরা অংশগ্রহণ করেন।নিজের মত প্রকাশ করেন।নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করেন ।

    আমার দৃষ্টিতে বর্তমান সমাজে নারীদের অবস্থান অনেক উপরের পর্যায়ে চলে গেছে এখন নারীর শক্তি শুধু ঘরের ভিতর বা গৃহিনী পর্যন্ত সীমাবদ্ধ নয়।তারা এখন পুরুষের সাথে কাঁধে কাঁধ রেখে।কাজ করে যাচ্ছে এবং সমাজের উন্নয়নেও ভূমিকা রাখছে।এখন নারীরা শিক্ষক , সমাজ সংরক্ষক , চিকিৎসক , অফিস কর্মী সব খানেই জয় ঢাক বাজিয়ে চলছে।তারা এখন পুরুষের মতোই সমাজের বিভিন্ন কাজে হাল ধরছে।দেশ , জাতি , পরিবার এবং সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।বর্তমাম বিশ্বে নারীরা এখন।দেশে পরিচালনা করছে।বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে।তারা এখন আর ঘরের চৌখাটে আটকে নেই।তারা এখন দেশ পরিচালনা করছে।যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী ও একজন নারী ।

    বর্তমানে আমার পাঠ্যপুস্তকেও নারীর স্বাধীননতা নিয়ে বিভিন্ন পাঠ তৈরি করা হয়েছে।এখানে নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য জোর দেওয়া হয়েছে।বলা হয় যে পরিবারে একজন আদর্শ নারী বা মা আছেন সে পরিবারের সন্তানেরা কখনো অসৎ পথে ধাবিত হবে না।একজন নারী তার গুণের দ্বারা একটি সুন্দর দেশ - জাতি এবং সমাজ গঠন করতে পারেন । 


    নামঃ 

    শ্রেণিঃ 

    রোল নংঃ


    ৭ম/সপ্তম শ্রেণির ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর/সমাধান ২০২১ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা 


    Class 7 Assignment answer 2021 Hinduism And Moral Education 19week PDF



    Tag: ৭ম/সপ্তম শ্রেণির/শ্রেণীর ১৯তম সপ্তাহের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১,  ৭ম/সপ্তম শ্রেণির ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর/সমাধান ২০২১ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা,  Class 7 Assignment answer 2021 Hinduism And Moral Education 19week PDF

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)