আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো চুল পড়া বন্ধ করার ঔষধ, চুল পড়া বন্ধ করার তেল, চুল পড়া বন্ধে হেয়ার প্যাক, চুল পড়া বন্ধ করার শ্যাম্পু, চুল পড়া বন্ধ হয় এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
চুল পড়া বন্ধ করার ঔষধ
চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ, টেনশন এবং অতিরিক্ত মাথা গরম হওয়া।
এক্ষেত্রে আপনারা মাথা গরম হওয়া থেকে বিরত থাকুন মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং টেনশন মুক্ত থাকুন।
অন্যথায় চুল পড়ার বন্ধের ঔষধ —
#ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ গ্রহণ করা ঠিক না,,!!!
চুল পড়া প্রতিরোধে প্রাকৃতিক উপায়
নিম পাতা ব্যাবহারঃ অনেক সময় মাথায় খুশকি হওয়ার কারনে বা মাথায় খুশকি হওয়ার কারনে ঝড়ে পড়ে চুল। খুশকি এক ধরনের ছত্রাক তাই একে অবহেলা করবেন না। মাথায় ব্যাবহার করুন নিম পাতার পেস্ট। নিম পাতা পেস্ট করে নিয়ে মাথায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।এতে করে খুশকি সহ যেকোনো ধরনের ছত্রাক মরে যাবে।চুল পড়া রোধের কার্যকরী উপায় এটি।
চুল পড়া রোধে পেয়াজঃ চুল পড়া রোধে পেয়াজ অনেক জাদুকরী ভুমিকা পালন করে।পেয়াজ এর ব্যাবহার অনেক সহজ ও কার্যকরী আমরা যারা চুল এর খুব বেশি যত্ন নিই না তারা এটি ব্যাবহার করতে পারি। বিশেস করে ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় হিসেবে এটি ব্যাবহার করতে পারেন। এ জন্য একটি পেয়াজ নিন ও পেয়াজটি থেতলে রস বের করে লাগিয়ে নিন মাথায়। লাগিয়ে রাখুন সারারাত সকালে পরিস্কার করে ফেলুন। এতে চুল পড়া অনেক কমে যাবে।
চুল পড়া বন্ধ করার তেল
চুল পড়া বন্ধ করতে তেল এর ভুমিকা অনস্বীকার্য। আপনি যত কিছুই ব্যাবহার করুন না কেন চুলে যদি ঠিকমত তেল না দেন তাহলে চুল পড়া কমবে না।তাই নিয়মিতভাবে চুল তেল দিন। তেল চুলের গোরা শক্ত করে তাই তেল দিলে চুল পড়া কমে।নিয়ম মেনে সপ্তাহে ২-৩ দিন তেল দিন।
চুল পড়া বন্ধে হেয়ার প্যাক
★অর্ধেকটি লেবুর রস সংগ্রহ করে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
★পেঁয়াজের রস চুলের গোড়ায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু ব্যবহার করে।
★গোসলের ১ ঘণ্টা আগে চুলে নারকেল তেল ম্যাসাজ করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করবেন। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করুন।
আমলকী ছেঁচে নারকেল তেলে ভিজিয়ে রাখুন। পরপর কয়েকদিন রোদে দিয়ে ছেঁকে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করুন এই তেল। সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহারে চুলের বৃদ্ধি দ্রুত হবে।
★মেহেদি গুঁড়া চায়ের লিকারে ভিজিতে রাখুন সারারাত। পরদিন সকালে নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
চুল পড়া বন্ধ করার শ্যাম্পু
চুল পড়া রোধে শ্যাম্পু অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
ক্যামিক্যাল যুক্ত শ্যাম্পু চুলের অনেক ক্ষতি করে ফেলে। আবার কেমিক্যাল মুক্ত শ্যাম্পু ব্যাবহারে চুল হয় সুন্দর ঝলমলে। পড়ে চুল কমা। তাই আমাদের কেমিক্যাল মুক্ত শ্যাম্পু ব্যাবহার করা উচিৎ। এ জন্য আমরা তেতুল পানি ও রিঠা ব্যাবহার করে ঘরোয়া ভাবে শ্যাম্পু বানাতে পারি।
চুল পড়া বন্ধ হয়
Tag: চুল পড়া বন্ধ করার ঔষধ, চুল পড়া বন্ধ করার তেল, চুল পড়া বন্ধে হেয়ার প্যাক, চুল পড়া বন্ধ করার শ্যাম্পু, চুল পড়া বন্ধ হয়
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)