ধাঁধা উত্তরসহ ছবি | বুদ্ধির ধাঁধা | ধাঁধা উত্তর সহ | বুদ্ধির প্রশ্ন ও উত্তর


আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো ধাঁধা উত্তরসহ ছবি,  বুদ্ধির উত্তর,  ধাঁধা উত্তর সহ,  বুদ্ধির প্রশ্ন ও উত্তর এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।


    ধাঁধা উত্তরসহ ছবি  


    বুদ্ধির ধাঁধা  

    ★বন থেকে বেরুল টিয়ে,,,, 

    সোনার টোপর মাথায় দিয়ে,,,!!!!

    ** উত্তরঃ আনারস **

    ★এই ঘরে যাই ঔ ঘরে যাই,,,, 

    দুম দুমিয়ে আছাড় খাই,,,,!!!! 

    ** উত্তরঃ ঝাঁটা ***

    ★কোন জিনিস কাটলে বাড়ে,,,,!!!!

    ** উত্তরঃ পুকুর **

    ★লাল টুকটুকে ছোটমামা,,,

    গায়ে পরে অনেক জামা,,,!!!

    **উত্তরঃ পেঁয়াজ **

    ★হাত আছে,,, পা নেই,, বুক তার ফাটা,,,,

    মানুষকে গিলে খায়,,,নাই তার মাথা,,,!!!

    **উত্তরঃ শার্ট **

    ★জলের মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী,,,,, 

    শেষের অক্ষর ছেড়ে দিলে হয় মহারাণী,,,,!!!!!

    **উত্তরঃ মাছ **

    ★তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়,,,,, 

    প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়,,,,, 

    মাঝের অক্ষর ছেরে দিলে হয় গানের শোভা,,,,, 

    শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবা,,,,,!!!! 

    **উত্তরঃ বিছানা**

    ★এতো বড় আঙিনা,,,,,, 

    ঝাড় দিয়েও কুলায় না,,,, 

    কতো ফুল ফুটে আছে,,,,,, 

    নাই তার তুলনা,,,,,!!!! 

    **উত্তরঃ আকাশ ও তারা**

    ★একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে ? 

    **উত্তরঃ ডাকটিকিট**

    ★মায়ের গর্ভে থাকিয়া সে মায়ের মাংস খায়,,,,,, 

    মাটিতে পড়িয়া সে আট পায়ে দাঁড়ায়,,,,!!!!!  

    **উত্তরঃ মাকড়শা***

    ★দরজা নাই,,,,,, জানালা নাই,,,,,, ছোট্ট কুড়েঘর,,,,, 

    অন্ধকারের মায়াতে আলো যে ঘেরা!!! 

    দিন রাত বোঝার কোনো কাবীল নাই,,,,,!!!!

    **উত্তরঃ কবর**


    ধাঁধা উত্তর সহ  

    ★হাড্ডি কুড়মুড় মাথা খাই,,,,, 

    চামড়া নিয়ে হাঁটে যাই,,,!!!!  

    **উত্তরঃ পাটগাছ**

    ★অজগরের মত এঁকেবেঁকে চলে,,,,,, 

    চুরমার করে পথে কিছু পেলে,,,,!!!

    **উত্তরঃ নদী**

    ★অন্ধকার ঘরে বাঁদর নাচে না না করলে আরও নাচে,,,,,!!!! 

    **উত্তরঃ জিহ্বা**

    ★চার পায়ে বসি মোরা,,,,,, আট পায়ে চলি,,,, 

    বাঘও নই ভাল্লুকও নই আস্ত কাঁধে ঝুলি,,,,,,!!!!! 

    **উত্তরঃ পালকি **

    ★অজগরের মত এঁকেবেঁকে চলে,,,, চুরমার করে পথে কিছু পেলে,,,,!!! 

    **উত্তরঃ নদী**

    ★অন্ধকার ঘরে বাঁদর নাচে না না করলে আরও নাচে,,,!!!

    ** উত্তরঃ জিহ্বা**

    ★চার পায়ে বসি মোরা,,,,,, আট পায়ে চলি,,,, 

    বাঘও নই ভাল্লুকও নই আস্ত কাঁধে ঝুলি,,,,!!!! 

    **উত্তরঃ পালকি**

    ★মানুষ নহি — ঘাঘরা ঘেরা দেহের কিবা ছিরি ময়ূর নহি,,,,, 

    বাদল দিনে পেখম ধ'রে ফিরি,,,,, সাহেব লাটে আমার সাথে বেড়ায় হাতে ধ'রে,,,,,, 

    কদর বুঝে আদর ক'রে মাথায় রাখে মোরে,,,,!!! 

    **উত্তরঃ ছাতা**

    ★মাথা তিন মুখ এক ক্ষুধা মোটে পায়না,,,,,,, 

    খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না,,,,!!!!! 

    **উত্তরঃ মাটির চুলা**


    বুদ্ধির প্রশ্ন ও উত্তর  

    ★ফস করে রেগে যাই জ্বলি দপ করে,,,,,,, 

    বাক্সতে সারি সারি থাকি পড়ে ঘুমে,,,,!!!!! 

    **উত্তরঃ দেশলাই**

    ★নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়,,,,,, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়,,,,,,!!!!

    ** উত্তরঃ কাজল**

    ★পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়,,,,,!!!!! 

    **উত্তর: বাতাস**

    ★হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে,,,,,!!!!! 

    **উত্তরঃ লজ্জাবতী লতা**

    ★ঝাপাট জঙ্গল খেকে বের হলো সাপ ডিম পাড়ে কাপ কাপ,,,,!!!! 

    **উত্তরঃ বেতফুল**

    ★সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ,,,,!!!! 

    **উত্তরঃ মেঘ**

    ★কোনটা চলে যায় কিন্তু আর ফিরে আসে না,,,,,,,!!!!! 

    **উত্তরঃ তোমার বয়স**

    ★এ পাড়ে বুড়ি মরল ও পারে গন্ধ ছাড়ল,,,,!!! 

    **উত্তরঃ কাঠাল**

    ★কোন সুখে সুখ নেই,,,,,!!!!! 

    **উত্তরঃ অসুখে**

    ★কোন জিনিস টানলে কমে,,,,!!!! 

    **উত্তরঃ সিগারেট**

    ★একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে,,,,!!!!! 

    **উত্তরঃ ওপরের দিকে**





    Tag: ধাঁধা উত্তরসহ ছবি,  বুদ্ধির উত্তর,  ধাঁধা উত্তর সহ,  বুদ্ধির প্রশ্ন ও উত্তর

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)