ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার মােহাম্মদ মনিরুজ্জামান কবিতা
কবিতা ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার
Kobita Vumihin krishijibi Icce tar Muhammad Moniruzzaman
ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার
মােহাম্মদ মনিরুজ্জামান
নদীর ধসের নিচে
বাতাসের মধ্যে আছে
কিছুটা আশ্রয় ;
গানের বদলে পাখি চুপিসারে কথা বলে
শঙ্খের পরিভাষা শিখে ,
ঢেউ হয়ে গেছে বালুময় ।
ভেসে যাওয়া ডালপালা কুড়িয়ে কাড়িয়ে
আগুন জ্বালিয়ে তার পাশে বসে আছে
ভূমিহীন কৃষিজীবী , ইচ্ছে তার
জেলে হয়ে কিছু মাছ ধরে ।
কোনাে কোনাে দিন যখন জলের তােড়
পাড় ভেঙে ঢুকে পড়ে ক্ষেতের উজানে
ফাটলে , দলিত ঘাস ফসলের শােভা ঠোটে
আবার সে ফিরে যায় কাদায় অক্ষর এঁকে দিয়ে ;
তখন সে মাছ খোজে কাদাখোচা পাখির মতন ।
সব মাঠ , হলুদ সবুজ কালাে ফসলের সব মাঠ ,
সময়ের প্রতীক্ষায় থাকে শুধু ।
কখন মেঘের রঙ সাদা থেকে কালাে হবে ।
জমে উঠবে মেঘের পাহাড়
কখন ক্ষেতের কাজ শুরু হবে কৃষকের
সময়ের প্রতীক্ষায় থাকা শুধু ।
লাঙল নিড়ানি রেখে এখন কেবল
কোচ হাতে গোজ হয়ে মাছরাঙা গামছা পরে
একঠ্যাঙা বগের মতন চেয়ে থাকে ।
মাটির টিলার পরে তার ঘরে ।
ঢিলাঢালা ফতুয়ার মধ্যে বসে
মাছভাত খেতে খেতে একদিন
আকালের গল্পকথা বলাবলি করবে তার স্বজনের সাথে
এই স্বপ্ন চোখে নিয়ে
প্রতীক্ষায় থাকা শুধু
মাছরাঙা গামছা পরে একঠ্যাঙা বগের মতন ।
চোখের লবণ জমে চোখ জ্বলে ।
শুধু জলে । কোচ হাতে গোঁজ হয়ে
সময়ের প্রতীক্ষায় থাকা শুধু ।
Tag: ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার মােহাম্মদ মনিরুজ্জামান কবিতা, কবিতা ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার, Kobita Vumihin krishijibi Icce tar Muhammad Moniruzzaman
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)