ছবি আবু হেনা মােস্তফা কামাল কবিতা | কবিতা ছবি | Kobita Sobi Abu hena mostofa kamal


       
       

    ছবি আবু হেনা মােস্তফা কামাল কবিতা  

    কবিতা ছবি  

    Kobita Sobi Abu hena mostofa kamal


    ছবি 

    আবু হেনা মােস্তফা কামাল 


    আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ 

    ছবির মতাে এই দেশে একবার বেড়িয়ে যান । 

    অবশ্য উল্লেখযােগ্য তেমন কোনাে মনােহারী স্পট আমাদের নেই , 

    কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে 

    উপচে - পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন 

    ডাল্লাস অথবা মেম্ফিস অথবা কালিফোর্নিয়া তার তুলনায় শিশুতােষ ! 

    আসুন , ছবির মতাে এই দেশে বেড়িয়ে যান 

    রঙের এমন ব্যবহার , বিষয়ের এমন তীব্রতা 

    আপনি কোনাে শিল্পীর কাজে পাবেন না , বস্তুত শিল্প মানেই নকল নয় কি ? 

    অথচ দেখুন , এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ 

    অকৃত্রিম ; 

    আপনাকে আরও খুলে বলি : এটা , অর্থাৎ আমাদের এই দেশ ,

    এবং আমি যার পর্যটন দফতরের অন্যতম প্রধান , আপনাদের খুলেই বলি , 

    সম্পূর্ণ নতুন একটি ছবির মতাে করে 

    সম্প্রতি সাজানাে হয়েছে : 

    খাঁটি আর্যবংশ সদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর 

    দীর্ঘ ন'টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি । 

    এখনাে অনেক জায়গায় রং কাচা- কিন্তু কী আশ্চর্য গাঢ় দেখেছেন ? 

    ভ্যান গগ - যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সােনালি তুলে এনে 

    ব্যবহার করতেন— কখনাে , শপথ করে বলতে পারি , 

    এমন গাঢ়তা দ্যাখেন নি । 

    আর দেখুন , এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার— ওর ভেতরেও 

    একটা গভীর সাজেশান আছে- আসলে ওটাই এই ছবির অর্থাৎ 

    এই ছবির মতাে দেশের থিম !



    Tag: ছবি আবু হেনা মােস্তফা কামাল কবিতা,  কবিতা ছবি,  Kobita Sobi Abu hena mistofa kamal


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন