শব্দদূষণ সুকুমার বড়ুয়া কবিতা
কবিতা শব্দদূষণ
Kobita Shobdodushon Sukumar Boruya
শব্দদূষণ
সুকুমার বড়ুয়া
গরু ডাকে হাঁস ডাকে - ডাকে কবুতর
গাছে ডাকে শত পাখি সারা দিনভর ।
মােরগের ডাক শুনি প্রতিদিন ভােরে
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে ।
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির ।
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে ।
সিডি চলে টিভি চলে , বাজে টেলিফোন
দরজায় বেল বাজে , কান পেতে শোন ।
গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ছোটদের হইচই ইশকুল মাঠে ।
পল্লির সেই সুরে ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা - শব্দদূষণ ।
Tag: শব্দদূষণ সুকুমার বড়ুয়া কবিতা, কবিতা শব্দদূষণ, Kobita Shobdodushon Sukumar Boruya
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)