ঘুড়ি আবুল হোসেন কবিতা
কবিতা ঘুড়ি
Kobita Guri Abul Hosen
ঘুড়ি কবিতা আবুল হোসেন
ঘুড়ি
আবুল হােসেন
ঘুড়িরা উড়িছে বন মাথায় ।
হলুদে সবুজে মন মাতায় ।
গােধূলির ঝিকিমিকি আলােয়
লাল - সাদা আর নীল কালােয়
ঘুড়িরা উড়িছে হালকা বায় ।
ঘুড়িরা উড়িছে হালকা বায় ,
একটু পড়িলে টান সুতায়
আকাশে ঘুড়িরা হোঁচট খায় ।
সামলে তখন রাখা যে দায় ,
উঠিছে নামিছে টালমাটাল ।
ভারি যে কঠিন ঘুড়ির চাল ।
ভারি যে কঠিন ঘুড়ির চাল ,
সাধ্যি কি চিল পায় নাগাল !
পাঁচ লেগে ঘুড়ি কেটে পালায়
আকাশের কোথা কোন কোণায় ।
ঘুড়িরা পড়িছে হাতেতে কার ,
খবর রেখেছে কেউ কি তার ?
Tag: ঘুড়ি আবুল হোসেন কবিতা, কবিতা ঘুড়ি, Kobita Guri Abul Hosen, ঘুড়ি কবিতা আবুল হোসেন
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)