এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৭ম সপ্তাহের উইভিং-২ (এসাইনমেন্ট ৪)
ট্যাপেট , ডবি , জ্যাকার্ড বা অন্য কোন পদ্ধতিতে ঝাপকে উঠানাে নামানাের মাধ্যমে টানা সুতার সেড তৈরি করে মাকু বা অন্য কোন মাধ্যমে পড়েন সুতাকে সেডের মধ্য দিয়ে তাঁতের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়াকে পিকিং বা মাকু মাড়া বলে ।
পিকিং ম্যাকানিজম প্রধানত দুই প্রকার ।
১. ট্যাপেট এন্ড কোন পিকিং ম্যাকানিজম
২. বৌল এন্ড শাে পিকিং ম্যাকানিজম
১। ট্যাপেট এন্ড কোন পিকিং ম্যাকানিজম
এটা দুই প্রকার
ক . কোন আন্ডার পিকিং ম্যাকানিজম ।
খ . কোন ওভার পিকিং ম্যাকানিজম ।
২। বৌল এন্ড শাে পিকিং ম্যাকনিজম
এটা দুই প্রকার
ক . সাইড শ্যাফট পিকিং ম্যাকানিজম ।
খ . সাইড লিভার পিকিং ম্যাকানিজম ।
২. আন্ডার পিকিং :
নিন্মে আন্ডার পিকিং এর কার্যপ্রণালী বর্ণনা করা হলাে -
মােটর থেকে প্রান্ত মিেশনের সাহায্যে বটম ম্যাফট ঘুরে । ফলে এ বটম শ্যাফটে বসানাে টেপেটও ঘুরতে থাকে । টেপেটের নৌজ যখন সাইড শ্যাফটের সাথে যুক্ত কোন এর সংস্পর্শে আসে তখন সেটি চাপ দিয়ে কোনকে নিচের দিকে নামায় । ফলে সাইড শ্যাফট এর যে প্রান্ত পিকিং স্ট্র্যাপ দ্বারা পিকিং স্টিকের সাথে যুক্ত তা সামনের দিকেগতি পায় , ফলে পিকিং স্টিসামনের দিকে মােশন পায় এবং পিকারকে আঘাত করে । স পিকার মাকুকে আঘাত করে ফলে মাকু পড়েন সুতাসহ দ্রুত রেইস বাের্ড এর উপর দিয়ে সেড এ প্রবেশ করে এবং পিকিং কাজ সম্পন্ন করে । তাঁতের উভয় পার্শ্বে এই রূপ ম্যাকানিজম সংযুক্ত আছে ফলে অবিরত পিকিং ক্রিয়া চলতে থাকে ।
৩. ওভার পিকিং ও আন্ডার পিকিং এর পার্থক্যঃ
২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৭ম সপ্তাহের উইভিং-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৭ম সপ্তাহের উইভিং-২ (এসাইনমেন্ট ৪), ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৭ম সপ্তাহের উইভিং-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)