অষ্টম/৮ম শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কৃষি শিক্ষা (এসাইনমেন্ট-৩) | ২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির (১৪তম) সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর


       
       

    অষ্টম/৮ম শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কৃষি শিক্ষা (এসাইনমেন্ট-৩)  


    এ্যাসাইনমেন্টের উত্তরঃ - 

    ১ নং প্রশ্নোত্তর 

    গনি মিয়ার উঁচু , মাঝারি উঁচু , মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি রয়েছে । থেকে বুঝা যায় , গনি মিয়া পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার এবং দিনাজপুরের উত্তর পশ্চিম অংশের কৃষি পরিবেশ -১ এর অন্তর্ভুক্ত এখানকার কৃষকরা পাট , আউশ , গােলআলু , ফুলকপি , বাঁধাকপি , আখ , মাষকলাই , মুগ , সরিষা ও গম চাষ করেন ।কৃষকেরা বৃষ্টিপাত নির্ভর ফসল ফলান , আবার সেচনির্ভর ফসলও ফলান গনি মিয়া রবি , খরিপ -১ এবং খরিপ -২ মৌসুমভিত্তিক পাট , আউশ , গােলআলু , ফুলকপি , বাঁধাকপি , আখ , মাষকলাই , মুগ , সরিষা ও গম ভ্যাদি ফসল ফলাবেন।এগুলাে ফলানাের জন্য কৃষক বছরভিত্তিক নিম্নোক্ত শস্যপর্যায় গ্রহণ করতে পারেন -

    * ১ ম বছর 

    খণ্ড -১ রবি ; আউশ 

    খরিপ -১ : পাট 

    খরিপ -২ : পতিত  


    খণ্ড -২ রবি : সরিষা ফুলকপি 

    খরিপ -১ : মুগ 

    খরিপ -২ : আখ


    খণ্ড - ৩ রবি ; গােল আলু , বাঁধাকপি 

    খরিপ -১ : মাষকলাই 

    খরিপ -২ : গম  


    * ২ য় বছর 

    খণ্ড - ১ রবি ; গােল আলু , বাঁধাকপি 

    খরিপ -১ : মাষকলাই 

    খরিপ -২ : গম ।


    খণ্ড -২ : সরিষা , ফুলকপি 

    খরিপ -১ : মুগ 

    খরিপ -২ : আখ ; 


    খণ্ড -৩ আউশ 

    খরিপ -১ : পাট 

    খরিপ -২ : পতিত  


    * শস্য পর্যায়ক্রমে দেখা যায় যে , প্রথম বছর যেভাবে ফসল উৎপাদন শুরু হয়েছিল দ্বিতীয় বছর এভাবেই শেষ হচ্ছে ।


    ২ নং প্রশ্নোত্তর 

    রােগ - পােকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালাে হয় প্রযুক্তি হিসেবে শস্য পর্যায়ের ব্যবহার সব দেশেই প্রচলিত মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্য পর্যায় । অর্থাৎ একই জাতের ফসল একই জমিতে বারবার উৎপাদন শস্য পর্যায় যেমন গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা উচিত ফলে পােকা - মাকড় ও রােগ - পােকার উপদ্রব কম হয় শস্য পর্যায়ের সুফল পেতে হলে শস্য পর্যায়ের ব্যবহার গুত্বপূর্ণ ।


    ৩ নং প্রশ্নের উত্তর  

    *পরপর একই ফসলের চাষ না করা ; 

    * একই শিকড় বিশিষ্ট ফসলের চাষ না করা 

    * ফসলের পুষ্টি চাহিদা কম বেশি অনুযায়ী নির্বাচন করা ; 

    * ফসলের তালিকায় অন্তর্ভুক্ত করা ; সবুজ সার যেমন- ধইঞ্চা চাষ করা ; 

    * গবাদিপশুর খাবারের জন্য ঘাসের চাষ করা ;  

    * খাদ্যশস্য ও অর্থকরী ফসলের চাষ করা ।


    ৪ নং প্রশ্নের উত্তর 

    * শস্য পর্যায় একটি উন্নত কৃষি প্রযুক্তি ।এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালাে থাকে , ফসল ভালাে হয় , অধিক ফলন হয় রােগ - পােকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালাে হয়।  

    * মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল । উৎপাদন করার নাম শস্য 

    * বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয় বলে মাটিতে গাছের পুষ্টি বজায় থাকে ।শস্য পর্যায় এর ফলে মাটিতে নাইট্রোজেন যুক্ত হয় ।এভাবে শস্যপর্যায় ভূমি উন্নয়নে ভূমিকা রাখে ।


    ৫ নং প্রশ্নের উত্তর 

    * আমাদের দেশের কৃষকরা জেনে অথবা না জেনে শস্যপর্যায় প্রযুক্তি ব্যবহার করে আসছেন । বৈজ্ঞানিক যুক্তি হয়তাে তারা দিতে পারবেন না । 

    * কিন্তু এতটুকু জ্ঞান তাদের আছে যে , একই ফসল একই জমিতে বছরের পর বছর চাষ করলে ফলন কমে যায় মাটির উর্বরতা কমে যায় ।পােকামাকড় ও রােগবালাইসহ নানা সমস্যা দেখা দেয় 

    * কৃষকেরা তাদের জমিতে ফসল ফলান সেগুলােকে রবি , খরিপ -১ , খরিপ -২ এই তিন ভাগে ভাগ করেছেন। 



    ২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির (১৪তম) সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর



    Tag: অষ্টম/৮ম শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কৃষি শিক্ষা (এসাইনমেন্ট-৩),  ২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির (১৪তম) সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)