৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কৃষি শিক্ষা (এসাইনমেন্ট-৩)
১. বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে । বাড়তি লােকের জন্য অতিরিক্ত খাদ্য ও অন্যান্য চাহিদা বেড়ে যায় । কিন্তু জমির পরিমান বৃদ্ধি ত পাই না বরং কমে যায় । তাই অল্প জমিতে অধিক ফসলের প্রযােজনে আমাদের কৃষি প্রযুক্তির উপর নির্ভর করতে হয় কৃষি প্রযুক্তি - কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলাকৌশলকে কৃষি প্রযুক্তি বলে । কৃষি প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হল -
( ক ) এর মধ্যে নতুনত্ব থাকবে ।
( খ ) কৃষিকাজ সহজ করবে
( গ ) অধিক উৎপাদনের নিশ্চয়তা থাকবে ।
( ঘ ) খরচ কম কিন্তু লাভ বেশি হবে ।
২. কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলাকৌশলকে কৃষি প্রযুক্তি বলে । কৃষি এখন শুধু ফসল উৎপাদনের ব্যাপার নয় । শুধু পশু- পাখি পালনও নয় । কয়েকটি উৎপাদন ক্ষেত্র নিয়ে কৃষির বিকাশ ঘটেছে । তেমনি প্রত্যেকটি উৎপাদন ক্ষেত্রের প্রযুক্তিও বিকাশ লাভ করেছে । ফসল উৎপাদন পশু - পাখি পালন , মৎস্য চাষ , বনায়ন এসব বিষয় নিযেই কৃষি । তাই কৃষি প্রযুক্তি বলতে এই বিষয়গুলাে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বুঝায় ।
২০২১ সালের ৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির (১৪তম) সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর
Tag: ৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কৃষি শিক্ষা (এসাইনমেন্ট-৩), ২০২১ সালের ৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির (১৪তম) সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)