অষ্টম/৮ম শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান ইসলাম ও নৈতিক শিক্ষা (এসাইনমেন্ট-৩) | ২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির (১৪তম) সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 



অষ্টম/৮ম শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান ইসলাম ও নৈতিক শিক্ষা (এসাইনমেন্ট-৩)  


ভূমিকা : সামাজের বঞ্চিত জনগােষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সামজে সবে বলে । ব্যাপক অর্থে মানবকল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচিই সমাজসেবা নামে পরিচিত ।


১ ) কুরআন হাদিসের আলােকে সমাজ সেবার গুরুত : সমাজে নানা শ্রেণি ও পেশার লােক বাস করে । তারা সকলে সমান নয় । তাদের সুযােগ সুবিধা ও সমান নয় । কেউ বিপুল সম্পদের অধিকারী আবার কেউ কপর্দকহীন । সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগােষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে । সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে । এটাই ইসলামের নির্দেশ । মহান আল্লাহ বলেন-  

অর্থঃ " এবং তাদের ( ধনীদের ) ধন - সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক । ”

অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে , যে প্রতিষ্ঠানে অভাবী লােকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে । বাচার অবলম্বন খুজে পাবে । গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামে - গঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তােলাসহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তােলা সমাজসেবামূলক কাজ । সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আল্লাহ তায়ালা কুরআনে বলেন- 

অর্থঃ " পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি , করেছেন । 

হাদিসে বলা হয়েছে

অর্থঃ জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ । 

সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছােটবেলা থেকেই দরকার । যেমন- ভাঙা রাস্তা মেরামত করা , নতুন রাস্তা নির্মাণ করা , বৃক্ষ রােপণ করা বৃক্ষ সংরক্ষণ করা , পুল নির্মাণ করা ইত্যাদি ।

২ ) কোভিড পরিস্থিতিতে যে সব সহায়তা লাগবে তার তালিকাঃ 

বর্তমান কোভিড ১৯ আমাদের দেশের যে অবস্তা দেখা যাচ্ছে যে , আমাদের দেশের অধিকাংশ মানুষ বা পরিবার গরিব । তার টিকমত তিন বেল ভাত খেতে পারে না । 

তাই এই কোভিড পরিস্তিতিতে ধনী বা সরকার তাদেরকে যে সাব সহায়তা করার দরকার তাদের একটি তালিকাঃ 

• তাদের জন্য খাদ্য বা খাবারের ব্যবস্তা করে দেয়া। 

• তাদের জন্য জমা - পােষাক এর ব্যবস্ত করে দেয়া । 

• যাদের ঘর - বাড়ি নেই তাদের ব্যবস্তা করা । 

• তাদের মাস্ক কিনে দিতে হবে । 

• তাদের নিত্য প্রয়ােজনিয় জিনিষ কিনে দিতে হবে। 

• তাদের চিকিৎসার ব্যবস্তা করা । 

• তাদের বাচ্চাদের পড়া - লেখার ব্যবস্তা করে দেয়া।

মােটকথা , এই কোভিড পরিস্তিতিতে মধ্যবৃত্ত ও ধনী মানুষ তাদের জীবনধারণের জন্য হিমশিম খাচ্ছে । সেখানে গরিব মানুষ কিভাবে খাবারের যােগান দিবে । তাই এসব গরীব লােকেদের সহায়তা করা এবং তাদের পাশে থাকা ।


৩ ) কীভাবে অর্থসংগ্রহ করা যেতে পারে তার পরিকল্পনাঃ 

আমরা সামজিক জীব । ধনী - গরিব মিলেই আমাদের এই সমাজ । আমরা যাতে সুন্দর ও সুষ্ঠ সমাজ গড়ে তুলতে পারি । তাই আমাদের কিছু পদক্ষেপ বা পরিকল্পনা করা দরকার | যেখানে সব শ্রেণির লােক যাতে সহায়তা পায় সে ব্যবস্তা করা । এজন্য আমাদের ধরকার অর্থ বা টাকা । সমাজের সব ধরনে মানুষ যদি সহায়তা করে তাহলে আমরা সুষ্ঠ সমাজ গড়ে তুলতে পারব । কীভাবে অর্থ বা টাকার যােগ দিতে হবে এ পরিকল্পনা নিম্নে দেয়া হল -

★একটি গ্রাম বা একটি ওয়ার্ড অথবা একটি থানা মিলে একটি সমাজ সেবা প্রতিষ্ঠা খােলে এর মাধ্যমে অর্থের যােগন সম্ভব । 

• সংঘঠনের মাধ্যমে । 

★মাসিক চাদার মাধ্যমে ।  এখানে ধনী , গরিব সর্বরের মানুষ থাকবে ।  

• ঘােরাবা ফান্ড খােলে । 

★বিদেশি ফান্ড খােলে । যেখানে বিদেশি মানুষেরা অর্থে দিবে। 


৪ ) সংগৃহিত অর্থ উক্ত জনগােষ্ঠির সহায়তার জন্য কিভাবে ব্যয় করবে তার নির্দেশনাঃ 

এখন হলাে সবচেয়ে বড় কাজ হলাে এই অর্থ বা সহায়তা কিভাবে নির্দিষ্ট মানুষের কাছে পৌছতে হবে তার সুষ্ঠ পরিকল্পনা করা । এবং তাদের ভালাে - মন্দ যাচাই করে তাদের কোন খাতে ব্যায় করলে ভালাে হবে তা যাচাই করে ব্যয় করতে হবে । 

★এই অর্থ সমাজের মানুষের যাতে লাভবান হয় তার দিকে নজর রাখা । 

• তাদের উন্নয়নে ব্যবহার করা। 

• যাদের খাদ্য নেই তাদেরকে খাদ্য দেয় । 

• যাদের ঘর - বাড়ি নেই তাদের ঘর - বাড়ি নির্মাণ করে দেয় ।

• যাদের পড়া - লেখা সুযােগ নেই তাদের পড়া লেখার সুযােগ করে দেয়া । 

• স্কুল - কলেজ না থাকলে স্কুল কলেজ করে দেয়া। 

সর্বমােট কথা , এই সংগৃহিত অর্থ বা টাকা যাতে সমাজের মানুষের কাজে লাগে সেভাবে ব্যয় করা


২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির (১৪তম) সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর



Tag: অষ্টম/৮ম শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান ইসলাম ও নৈতিক শিক্ষা (এসাইনমেন্ট-৩),  ২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির (১৪তম) সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন





p