শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু-স্কুল কলেজের/ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর দৈনিক তথ্য প্রেরনের প্রসঙ্গে নোটিশ

 

       
       
                              


    শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু-স্কুল কলেজের/ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর দৈনিক তথ্য প্রেরনের প্রসঙ্গে নোটিশ  

    উপযুক্ত বিষয়ের আলােকে জানানাে যাচ্ছে যে , কো ৬ি৬-১৯ পরিস্থিতিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রয় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে । কেভিড -১৯ অতিমারির সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি । এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খােলার পর শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড -১৯ এর কারণে কোন প্রকার সমস্যার উদ্ভব হলে বিষয়টি দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার লক্ষ্যে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে । 

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক পরিচালক , আঞ্চলিক উপ - পরিচালক ( মাধ্যমিক ) ও জেলা শিক্ষা কর্মকর্তাগণকে তাঁর আওতাধীন সকল স্কুল ও কলেজ ( সরকারি - বেসরকারি প্রতিদিন মনিটরিং করে বিকাল ০৪:০০ মিনিটের মধ্যে নিম্নবর্ণিত ছক অনুযায়ী ( কেবল সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠান ) ৩ থ্য মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর ই - মেইল reopen.mew@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলাে । উল্লেখ্য যে , আঞ্চলিক পরিচালকগণ তাঁর আওতাধীন সকল সরকারি ও বেসরকারি কলেজ এবং আঞ্চলিক উপ - পরিচালক ( মাধ্যমিক ) ও জেলা শিক্ষা কর্মকর্তাগণ তাঁর আওতাধীন মাধ্যমিক পর্যায়ে সকল সরকারি ও বেসরকারি স্কুলের তথ্য প্রেরন করবেন।



    Tag:শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু-স্কুল কলেজের/ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর দৈনিক তথ্য প্রেরনের প্রসঙ্গে নোটিশ,

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)