সপ্তম/৭ম শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কৃষি শিক্ষা (এসাইনমেন্ট-৩)
উত্তর সমূহ :
১। মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে শর্ত পালন করতে হবে সেগুলাের নাম উল্লেখ কর ।
উত্তর : মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে শর্তগুলাে পালন করতে হবে সেগুলাের নাম উল্লেখ করা হলােঃ
★বীজের বিশুদ্ধতা সংরক্ষণ ,
★বীজ ফসলের পৃথকীকরণ ,
★বীজ - শােধন ,
★ বীজবপন পদ্ধতি ,
★ আন্তঃ পরিচর্যা ,
★বীজ ফসল কর্তন ,
★বীজ শুকানাে ও সংরক্ষণ ।
২। জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ কী ?
উত্তর : বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখার নামই পৃথকীকরণ । নিরাপদ দূরত্ব বজায় রাখা অনেক সময় সম্ভব হয় না । তাই বীজ ফসলের চারদিকে বর্ডার লাইন হিসেবে একই ফসলের অতিরিক্ত চাষ করতে হয় । এতে পর - পরাগয়নের সম্ভাবনা থাকে না ।
৩। তিনি কী কারণে রগিং করেছিলেন ?
উত্তর : বীজের জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য রগিং করতে হয় । রগিং অর্থ হচ্ছে আকাঙ্খিত বীজের গাছ ছাড়া আগাছাসহ অন্য যেকোনাে অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা । ফুল আসার আগেই অনাকাঙ্ক্ষিত গাছ । রগিং করা ভালাে ।
৪। ভালাে ফসল উৎপাদনের জন্য জহির কোন ধরনের বীজ ব্যবহার করবেন ?
উত্তর : ভালাে ফসল উৎপাদনের জন্য জহির প্রত্যয়িত বীজ ব্যবহার করবেনঃ কৃষকের প্রত্যয়িত বীজ ছাড়া অন্য বীজ ব্যবহার করা উচিৎ নয় । জহির যদি ফসল উৎপাদনে প্রত্যয়িত বীজ ছাড়া সারহীন বীজ ব্যবহার করেন তবে ফসল ভালাে না হওয়ার আশঙ্খা বেশি থাকে । অনেক পরীক্ষা - নিরীক্ষার পরই বিশেষজ্ঞরা প্রত্যয়িত বীজ ব্যবহারের অনুমােদন প্রদান করেন ।
৫। মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য কী ?
উত্তর : মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য হলােঃ
মৌলবীজ
উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ বংশগত গুণাগুণ সম্পন্ন যে বীজ উৎপাদন করা হয় , তাকে মৌলবীজ বলে।
ভিত্তি বীজ
বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের খামারে বীজ অনুমােদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে মৌল বীজ থেকে যে বীজ উৎপাদন করা হয় , তাকে ভিত্তি বীজ বলে ।
মৌল বীজ সাধারণত কম পরিমাণে উৎপাদন করা হয় । এ বীজ বিক্রয়যােগ্য নয় ।
ভিত্তি বীজ
এই বীজ বিক্রয়যোগ্য।
২০২১ সালের ৭ম/সপ্তম শ্রেণির (১৪তম) সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর
Tag: সপ্তম/৭ম শ্রেণির ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কৃষি শিক্ষা (এসাইনমেন্ট-৩), ২০২১ সালের ৭ম/সপ্তম শ্রেণির (১৪তম) সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)