এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৭ম সপ্তাহের নিটিং-২ (এসাইনমেন্ট ৪)
১. ওয়ার্প নিটিং এর বেসিক স্টিচসমূহের নামঃ
নিন্মে ওয়ার্প নিটিং এর বেসিক স্টিচসমূহের নাম দেওয়া হলােঃ
১. চেইন স্টিচ
২.ট্রিকো স্টিচ
৩. কর্ড স্টিচ
৪. ভেলভেট স্টিচ
৫. শাটিন স্টিচ
২. ওয়ার্প নিটিং এর বেসিক স্টিচসমূহের ধারণাঃ
পূর্বের তৈরিকৃত একটি লুপ বা প্যাঁচের ভিতর দিয়ে যদি পরের লুপ বা প্যাঁচটি প্রবেশ করে , তখনই এক স্টিচ বলে । অর্থাৎ এক বা একাধিক লুপের মধ্যে দিয়ে অন্য লুপকে প্রবেশ করে বাঁধন সৃষ্টি করাকে স্টিচ বলে ।
৩. ওয়ার্প নিটিং এর বেসিক স্টিচসমূহের বর্ণনাঃ
চেইন স্টিচের বৈশিষ্ট্যঃ
চেইন স্টিচের বৈশিষ্ট্য নিচে দেয়া হলাে একটি ওয়েলস ও একটি কোর্সের মধ্যে ডিজাইনের রিপিট হবে এবং এই ডিজাইনটি ওয়েলস যাবর চলতে থাকে ।
ট্রিকো স্টিচের বৈশিষ্টট্রিকো স্টিচের বৈশিষ্ট্য নিচে দেয়া হলো একটি ওয়েলস - এর মধ্যে ডিজাইনের রিপিট হবে এবং এই ডিজাইনটি ওয়েলস বরাবর চলতে থাকবে ।
Post a Comment