মানুষের জন্য কল্যণকর এমন দশটি কাজের তালিকা লিপিবদ্ধ কর | ষষ্ঠ /৬ষ্ট শ্রেণির ১৩তম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২১-ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট ২০২১ উত্তর বাংলা (১৩তম সপ্তাহ)

 

       
       
          

    ষষ্ঠ /৬ষ্ট শ্রেণির ১৩তম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২১

    এসাইনমেন্টের শিরোনাম

    মানুষের জন্য কল্যণকর এমন দশটি কাজ

    পৃথিবীতে পরের কল্যাণেই আমাদের আগমন । মানুষ সামাজিক জীব । পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানবসমাজ । আমরা সবাই জীবনে সুখ চাই । কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে তা ' সুখ ' কবিতায় তুলে ধরা হয়েছে । সমাজের অন্য সবার কথা ভুলে নিজের কথা ভাবলে তা হবে সমাজ থেকে বিচ্ছিন্ন । পৃথিবীতে পরের কল্যাণ করাতেই আছে প্রকৃত সুখ । নিচে মানুষের জন্য কল্যাণকর এমন দশটি কাজ উল্লেখ করা হলাে

    ১। আপনার গাঁয়ের বা মহল্লার একজন দরিদ্র লােককে একটা রিকশা কিনে দিতে পারেন । শুধু থেয়াল রাখবেন লােকটি যেন রিকশাটি বিক্রি না করে দেয় । এটা নিশ্চিত করার জন্য একটা শর্ত আরােপ করে দিতে পারেন । যেমন- প্রতিদিন আপনাকে ১০ টাকা করে জমা দিতে হবে । এ টাকাটা আপনি তার জন্যই রেখে দিন । পরবর্তীতে কোন এক সময় তার জমা করা সমুদয় টাকা ফেরত দিন । লােকটি বিস্ময়ে হতবাক হবে , আপনি অনেক বেশি আনন্দ লাভ করবেন ।
    ২। দরিদ্র কৃষককে একটা গাভী বা হালের গরু কিনে দিতে পারেন ।
    ৩। দরিদ্র বিধবাকে কয়েকটি ঘঁস - মুরগি বা ছাগল কিনে দিতে পারেন ।
    ৪। একজন দরিদ্র মাঝিকে একটি নৌকা কিনে দিতে পারেন ।
    ৫ ।  মাছ ধরার জন্য একজন দরিদ্র জেলেকে জাল কিনে দিতে পারেন ।
    ৬। যার মজা পুকুর আছে , সংস্কার করে মাছ চাষের ব্যবস্থা করে দিতে পারেন ।
    ৭। দরিদ্র মানুষকে কিছু ফলের চারা বা সবজির বীজ কিনে দিতে পারেন । আজকাল হেরেও চাষাবাদ করার সুফল পাওয়া যাচ্ছে । উঠোনের পাশে কিংবা ঘরের কোনায় ফল - ফলাদি ও সবজি চাষ করা যায় ।
    ৮। কাউকে ঘরের চালার জন্য এক বান্ডিল টিন কিনে দিতে পারেন ।
    ৯। আপনার পুরনাে কাপড়গুলাে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে পারেন ।
    ১০। একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সারা বছরের পড়ালেখার খরচ বহন করতে পারেন । 

    Tag:ষষ্ঠ /৬ষ্ট শ্রেণির ১৩তম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট সমাধান /উত্তর ২০২১,ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট ২০২১ উত্তর বাংলা (১৩তম সপ্তাহ),মানুষের জন্য কল্যণকর এমন দশটি কাজের তালিকা লিপিবদ্ধ কর

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)